Bangla News Photo gallery Novak Djokovic celebrates his Wimbledon win at Champions Dinner with his glamorous wife Jelena
Novak Djokovic: উইম্বলডন জয়ের আবহে বিবাহবার্ষিকী, স্ত্রীকে নিয়ে ডিনারে জকোভিচ
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Jul 11, 2022 | 4:16 PM
এমন ভুল কেউ করে? উইম্বলডনের (Wimbledon) ফাইনালের চাপ ছিল, সেটা আলাদা কথা। তা বলে বিবাহবার্ষিকী ভুল মেরে দেবেন! রবিবার ছিল নোভাক জকোভিচ (Novak Djokovic) এবং জেলেনা জকোভিচের অষ্টম বিবাহবার্ষিকী। সেদিনই আবার উইম্বলডন ফাইনাল। ফল যা হওয়ার তাই হল।
1 / 5
এমন ভুল কেউ করে? উইম্বলডনের (Wimbledon) ফাইনালের চাপ ছিল, সেটা আলাদা কথা। তা বলে বিবাহবার্ষিকী ভুল মেরে দেবেন! রবিবার ছিল নোভাক জকোভিচ (Novak Djokovic) এবং জেলেনা জকোভিচের অষ্টম বিবাহবার্ষিকী। সেদিনই আবার উইম্বলডন ফাইনাল। ফল যা হওয়ার তাই হল। (ছবি:টুইটার)
2 / 5
নিকি কির্গিওসের বিরুদ্ধে উইম্বলডন জেতার পর গ্যালারিতে গিয়ে স্ত্রী জেলেনাকে জড়িয়ে ধরলেন। কিন্তু শুভেচ্ছা তো জানাননি। কারণ বিবাহবার্ষিকীর কথা তো ভুলেই গিয়েছেন। সঞ্চালক সু বার্কার সেকথা মনে করিয়ে দিতেই একটু অপ্রস্তুত হলেন। (ছবি:টুইটার)
3 / 5
তবে পরিস্থিতি সামলে নিলেন অসীম দক্ষতায়। বললেন, গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিয়েছেন। নয়তো খুব বিপদে পড়ে যেতাম। এখুনি ফুল কিনতে যাব। (ছবি:টুইটার)
4 / 5
২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়। তার উপর একসঙ্গে আটটি বছর কাটানোর আনন্দ। জকোভিচ পরিবারে আজ ডবল সেলিব্রেশন। (ছবি:টুইটার)
5 / 5
সদ্য ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ী উইম্বলডনের চ্যাম্পিয়ন্স ডিনারে নিয়ে গেলেন স্ত্রী জেলেনাকে। শর্ট পিঙ্ক ড্রেসে হাসিমুখে ক্যামেরায় পোজ দিলেন। বোঝাই গেল, বিবাহবার্ষিকী ভুলে যাওয়ার বড় অপরাধে ক্ষমা পেয়েছেন সাতবারের উইম্বলডন জয়ী। (ছবি:টুইটার)