Bangla NewsPhoto gallery Novak Djokovic overtakes Roger Federer, enters record 32nd Grand Slam singles final he will face Nick Kyrgios at Wimbledon 2022 final
এ বারের উইম্বলডনের ফাইনালে রাফা-নোভাক দ্বৈরথ দেখা যাচ্ছে না। চোটের কারণে সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল। তবে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। সেমিফাইনালে ব্রিটিশ তারকা ক্যামেরন নুরিকে হারিয়ে ফাইনালের টিকিট পেলেন জোকার। পাশাপাশি তিনি এই নিয়ে ৩২ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে টপকে গেলেন রজার ফেডেরারকে।