Offbeat Honeymoon Destination: সঙ্গীকে নিয়ে একান্তে সময় কাটাতে ঘুরে আসুন এই ৫ অফবিট জায়গায়!

কোভিড পরিস্থিতিতে আন্তর্জাতিক সফর ক্রমাগত পরিবর্তন হচ্ছে। তাই হানিমুনের জন্য বিদেশ সফর এড়িয়ে দেশের কোণায় কোণায় সুন্দর সুন্দর জায়গাগুলিতে একান্তে ঘুরে আসতে পারেন।

| Edited By: | Updated on: Sep 21, 2021 | 5:26 PM
অফবিট হানিমুন ডেস্টিনেশনগুলির সন্ধান জানতে হলে এখানে চোখ রাখুন...

অফবিট হানিমুন ডেস্টিনেশনগুলির সন্ধান জানতে হলে এখানে চোখ রাখুন...

1 / 6
লাদাখ- হিমালয়ের কোলে সঙ্গীর সঙ্গে রোম্যান্টি মুহুর্ত কাটাতে গেলে লাদাখের মতো বিকল্প আজ কিছু হতে পারে  না। কারণ সৌন্দর্য ও বিলাসবহুল হোটেলে নিজেদেরকে খুঁজে পেতে এখানে হারিয়ে যেতে পারেন।

লাদাখ- হিমালয়ের কোলে সঙ্গীর সঙ্গে রোম্যান্টি মুহুর্ত কাটাতে গেলে লাদাখের মতো বিকল্প আজ কিছু হতে পারে না। কারণ সৌন্দর্য ও বিলাসবহুল হোটেলে নিজেদেরকে খুঁজে পেতে এখানে হারিয়ে যেতে পারেন।

2 / 6
আন্দামান দ্বীপপুঞ্জ- মনোরম পরিবেশ, সমুদ্র ও বালিতে নিজেদের এলিয়ে দিতে চলে যেতে পারেন ভারতের অন্য়তম সুন্দর জায়গা আন্দামানে। সঙ্গীর সঙ্গে রূপালী বালিতে হাঁটার অভিজ্ঞতা নিতে আন্দামান হল পারফেক্ট জায়গা। আদিম সৈকত ও অসাধারণ সব দ্বীপের পাশাপাশি প্রবাল দ্বীপ থেকে শুরু করে সমুদ্রের হাতছানিতে ডাক দিয়ে রোম্যান্টিক ছুটি কাটাতে পারবেন।

আন্দামান দ্বীপপুঞ্জ- মনোরম পরিবেশ, সমুদ্র ও বালিতে নিজেদের এলিয়ে দিতে চলে যেতে পারেন ভারতের অন্য়তম সুন্দর জায়গা আন্দামানে। সঙ্গীর সঙ্গে রূপালী বালিতে হাঁটার অভিজ্ঞতা নিতে আন্দামান হল পারফেক্ট জায়গা। আদিম সৈকত ও অসাধারণ সব দ্বীপের পাশাপাশি প্রবাল দ্বীপ থেকে শুরু করে সমুদ্রের হাতছানিতে ডাক দিয়ে রোম্যান্টিক ছুটি কাটাতে পারবেন।

3 / 6
কেরালা- প্রকৃতির সেরা জায়গা। ঈশ্বরের আপন দেশে স্বপ্নের সময় কাটাতে কেরালার ব্য়াকওয়াটারে হাউসবোটগুলি হল হানিমুন কাপলদের জন্য পারফেস্ট জায়গা।

কেরালা- প্রকৃতির সেরা জায়গা। ঈশ্বরের আপন দেশে স্বপ্নের সময় কাটাতে কেরালার ব্য়াকওয়াটারে হাউসবোটগুলি হল হানিমুন কাপলদের জন্য পারফেস্ট জায়গা।

4 / 6
উদয়পুরের তাজ লেক প্যালেস- এই বিখ্যাত স্পটটি বেশ কিছু আইকনিক সিনেমার লোকেশন হিসেবে শ্যুট হয়েছিল। বিশাল মাপের বিলাসবহুল প্রাসাদে একসময় মহারানা জগত্‍ সিং দ্বিতীয় শীতকালীন প্রাসাদ হিসেবে বসবাস করতেন।

উদয়পুরের তাজ লেক প্যালেস- এই বিখ্যাত স্পটটি বেশ কিছু আইকনিক সিনেমার লোকেশন হিসেবে শ্যুট হয়েছিল। বিশাল মাপের বিলাসবহুল প্রাসাদে একসময় মহারানা জগত্‍ সিং দ্বিতীয় শীতকালীন প্রাসাদ হিসেবে বসবাস করতেন।

5 / 6
দার্জিলিংয়ের টি এসেস্ট- পাহাড়ের চূড়া, মনোরম পরিবেশ, প্রাণবন্ত একটি জায়গা হল দার্জিলিং। রয়েছে দারুণ সুন্দর সুন্দর সব মনোরম চা বাগান। ব্রিটিশ আমলের বাংলো, দার্জিলিং চায়ের সুমিষ্ট স্বাদ ও প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর উপযুক্ত সময়।

দার্জিলিংয়ের টি এসেস্ট- পাহাড়ের চূড়া, মনোরম পরিবেশ, প্রাণবন্ত একটি জায়গা হল দার্জিলিং। রয়েছে দারুণ সুন্দর সুন্দর সব মনোরম চা বাগান। ব্রিটিশ আমলের বাংলো, দার্জিলিং চায়ের সুমিষ্ট স্বাদ ও প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটানোর উপযুক্ত সময়।

6 / 6
Follow Us: