চোপতা: হিমালয়ের কোলে ছুটি কাটাতে চাইলে বেছে নিন উত্তরাখণ্ডের এই অফবিট চোপতাকে। নিরিবিল সবুজ পাহাড়ের কোলে বহু নাম না জানা পাখির ডাক শুনতে পাবেন আপনি।
মান্ডবি: গুজরাটের অন্যতর সেরা পর্যটন কেন্দ্র হল মান্ডবি সমুদ্র সৈকত। একে আপনি গুজরাটের অফবিটও বলতে পারেন। এখানে আপনি করতে পারবেন জলে একাধিক স্পোর্টস, তার সঙ্গে এখানে রয়েছে মান্ডবি প্যালেস।
কালিম্পং: এ কথা সত্যি যে দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং। তাই দার্জিলিং ছেড়ে ঘুরে আসুন কালিম্পংয়ের। দীপাবলির ছুটিতে আদর্শ গন্তব্য এই জায়গা।
খাজ্জিয়ার: খাজ্জিয়ারের ঘন সবুজের দৃশ্য মনোমুগ্ধকর। এটি একটি বিখ্যাত ট্রেকিং পয়েন্ট হিসাবে পরিচিত। তবে আপনি চাইলে খাজ্জিয়ারকে অন্বেষণ করার জন্য এখানে ছুটি কাটিয়ে আসতে পারেন।
মান্ডু: ঐতিহাসিক স্থানে যদি পরিবারকে নিয়ে একান্তে সময় কাটাতে চান, তাহলে ঘুরে আসুন মধ্য প্রদেশের মান্ডু থেকে। এখানের মান্ডু ফোর্ট ভারতের অন্যতম দর্শনীয় স্থান।
গোপালপুর: পাহাড় ভাল লাগে না? আপনার প্রিয় সমুদ্র সৈকত? এর জন্য কোনও অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে পুরি থেকে এগিয়ে ঘুরে আসুন গোপালপুর থেকে। এখানের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।