Travel: দীপাবলির ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আসতে পারেন এই অফবিটগুলি থেকে

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 31, 2021 | 4:58 PM

উৎসব মানেই পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটানো। এই দীপাবলিতে আপনি পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন? যদি অফবিটের খোঁজে থাকেন, তাহলে আমরা আপনার জন্য এসেছি এমনই কিছু জায়গার খোঁজ যেখানে আপনি দীপাবলির ছুটি কাটাতে যেতে পারেন।

1 / 6
চোপতা: হিমালয়ের কোলে ছুটি কাটাতে চাইলে বেছে নিন উত্তরাখণ্ডের এই অফবিট চোপতাকে। নিরিবিল সবুজ পাহাড়ের কোলে বহু নাম না জানা পাখির ডাক শুনতে পাবেন আপনি।

চোপতা: হিমালয়ের কোলে ছুটি কাটাতে চাইলে বেছে নিন উত্তরাখণ্ডের এই অফবিট চোপতাকে। নিরিবিল সবুজ পাহাড়ের কোলে বহু নাম না জানা পাখির ডাক শুনতে পাবেন আপনি।

2 / 6
মান্ডবি: গুজরাটের অন্যতর সেরা পর্যটন কেন্দ্র হল মান্ডবি সমুদ্র সৈকত। একে আপনি গুজরাটের অফবিটও বলতে পারেন। এখানে আপনি করতে পারবেন জলে একাধিক স্পোর্টস, তার সঙ্গে এখানে রয়েছে মান্ডবি প্যালেস।

মান্ডবি: গুজরাটের অন্যতর সেরা পর্যটন কেন্দ্র হল মান্ডবি সমুদ্র সৈকত। একে আপনি গুজরাটের অফবিটও বলতে পারেন। এখানে আপনি করতে পারবেন জলে একাধিক স্পোর্টস, তার সঙ্গে এখানে রয়েছে মান্ডবি প্যালেস।

3 / 6
কালিম্পং: এ কথা সত্যি যে দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং। তাই দার্জিলিং ছেড়ে ঘুরে আসুন কালিম্পংয়ের। দীপাবলির ছুটিতে আদর্শ গন্তব্য এই জায়গা।

কালিম্পং: এ কথা সত্যি যে দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং। তাই দার্জিলিং ছেড়ে ঘুরে আসুন কালিম্পংয়ের। দীপাবলির ছুটিতে আদর্শ গন্তব্য এই জায়গা।

4 / 6
খাজ্জিয়ার: খাজ্জিয়ারের ঘন সবুজের দৃশ্য মনোমুগ্ধকর। এটি একটি বিখ্যাত ট্রেকিং পয়েন্ট হিসাবে পরিচিত। তবে আপনি চাইলে খাজ্জিয়ারকে অন্বেষণ করার জন্য এখানে ছুটি কাটিয়ে আসতে পারেন।

খাজ্জিয়ার: খাজ্জিয়ারের ঘন সবুজের দৃশ্য মনোমুগ্ধকর। এটি একটি বিখ্যাত ট্রেকিং পয়েন্ট হিসাবে পরিচিত। তবে আপনি চাইলে খাজ্জিয়ারকে অন্বেষণ করার জন্য এখানে ছুটি কাটিয়ে আসতে পারেন।

5 / 6
মান্ডু: ঐতিহাসিক স্থানে যদি পরিবারকে নিয়ে একান্তে সময় কাটাতে চান, তাহলে ঘুরে আসুন মধ্য প্রদেশের মান্ডু থেকে। এখানের মান্ডু ফোর্ট ভারতের অন্যতম দর্শনীয় স্থান।

মান্ডু: ঐতিহাসিক স্থানে যদি পরিবারকে নিয়ে একান্তে সময় কাটাতে চান, তাহলে ঘুরে আসুন মধ্য প্রদেশের মান্ডু থেকে। এখানের মান্ডু ফোর্ট ভারতের অন্যতম দর্শনীয় স্থান।

6 / 6
গোপালপুর: পাহাড় ভাল লাগে না? আপনার প্রিয় সমুদ্র সৈকত? এর জন্য কোনও অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে পুরি থেকে এগিয়ে ঘুরে আসুন গোপালপুর থেকে। এখানের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।

গোপালপুর: পাহাড় ভাল লাগে না? আপনার প্রিয় সমুদ্র সৈকত? এর জন্য কোনও অফবিট ডেস্টিনেশন খুঁজছেন? তাহলে পুরি থেকে এগিয়ে ঘুরে আসুন গোপালপুর থেকে। এখানের সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য আপনার মন কাড়তে বাধ্য।

Next Photo Gallery