TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Oct 20, 2021 | 11:02 AM
মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিজ্ঞানীরা সম্প্রতি ২২,৮০০ এবং ২১,১৩০ বছর আগের আনুমানিক বয়স নির্ধারণের জন্য পায়ের ছাপে আটকে থাকা মাটির অংশগুলো বিশ্লেষণ করেছেন।
পায়ের ছাপের আকারের উপর ভিত্তি করে, গবেষকরা বিশ্বাস করেন যে বরফযুগে বসবাসকারী কিছু শিশু এবং কিশোর-কিশোরীরা এই জায়গায় যাতায়াত করেছিল।
গবেষকরা বলছেন, বর্তমান গবেষণায় পাওয়া মানুষরা যখন উত্তর আমেরিকায় ছিল তখন তার জন্য বেঁচে থাকা আরও কঠিন ছিল। তাই হয়তো তারা এই জায়গা ছেড়ে যাওয়ার চেষ্টা করেছিলেন...
পার্কের রিসোর্স প্রোগ্রাম ম্যানেজার ডেভিড বুস্টোস ২০০৯ সালে প্রাচীন জলাভূমিতে প্রথম পায়ের ছাপ দেখতে পান। তিনি এবং বাকিরা বছরের পর বছর ধরে পার্কে আরও বেশি সংখ্যক পায়ের ছাপ খুঁজে পান।
সম্প্রতি তিনি বলেন, "আমরা জানতাম যে পায়ের ছাপগুলো অত্যন্ত প্রাচীন। কিন্তু ঠিক কতটা প্রাচীন তা নির্ধারণ করার মতো উপায় আমাদের জানা ছিল না।”
গবেষকরা রিপোর্ট করেছেন, নিউ মেক্সিকোতে আবিষ্কৃত জীবাশ্মযুক্ত পায়ের ছাপগুলি ইঙ্গিত দেয় যে প্রাথমিক মানুষ প্রায় ২৩,০০০ বছর আগে উত্তর আমেরিকায় হেঁটেছিল।