Photos: শুভেন্দু-দিলীপ-রুদ্রনীল থেকে হিরণ, অন্য মেজাজে গীতাপাঠ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 24, 2023 | 1:55 PM

Gita Path in Kolkata: ‘লক্ষ কণ্ঠে গীতপাঠ’ অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় রয়েছে চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের প্রচুর মানুষ গীতাপাঠে সামিল হতে হাজির হয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ হিন্দুরা তো রয়েইছেন। সেই সঙ্গে প্রচুর সাধুসন্তও হাজির হয়েছেন গীতাপাঠ উপলক্ষ্যে।

1 / 12
ডিসেম্বরের রবিবাসরীয় দুপুরে ব্রিগেডের মাঠে অনুষ্ঠিত হয়েছে গীতাপাঠের আসর। কলকাতার বুকে এ ধরনের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

ডিসেম্বরের রবিবাসরীয় দুপুরে ব্রিগেডের মাঠে অনুষ্ঠিত হয়েছে গীতাপাঠের আসর। কলকাতার বুকে এ ধরনের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে দেখা যায়নি।

2 / 12
‘লক্ষ কণ্ঠে গীতপাঠ’ অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় রয়েছে চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের প্রচুর মানুষ গীতাপাঠে সামিল হতে হাজির হয়েছেন।

‘লক্ষ কণ্ঠে গীতপাঠ’ অনুষ্ঠানে সকাল থেকেই ভিড় রয়েছে চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের প্রচুর মানুষ গীতাপাঠে সামিল হতে হাজির হয়েছেন।

3 / 12
রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ হিন্দুরা তো রয়েইছেন। সেই সঙ্গে প্রচুর সাধুসন্তও হাজির হয়েছেন গীতাপাঠ উপলক্ষ্যে।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ হিন্দুরা তো রয়েইছেন। সেই সঙ্গে প্রচুর সাধুসন্তও হাজির হয়েছেন গীতাপাঠ উপলক্ষ্যে।

4 / 12
ব্রিগেডের এই অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছেন স্বামী সদানন্দ সরস্বতী সারদাপীঠের শঙ্করাচার্য। দ্বৈতপতিজিও অংশ নিয়েছেন ময়দানের এই অনুষ্ঠানে।

ব্রিগেডের এই অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছেন স্বামী সদানন্দ সরস্বতী সারদাপীঠের শঙ্করাচার্য। দ্বৈতপতিজিও অংশ নিয়েছেন ময়দানের এই অনুষ্ঠানে।

5 / 12
ব্রিডেগের গীতাপাঠ উললক্ষে প্রচুর মানুষ হাজি

ব্রিডেগের গীতাপাঠ উললক্ষে প্রচুর মানুষ হাজি

6 / 12
গীতাপাঠের এই অনুষ্ঠানে বঙ্গ বিজেপির একাধিক বিধায়ক-সাংসদ এবং নেতাকে হাজির থাকতে দেখা গিয়েছে।  দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার থেকে অগ্নিমিত্রা পলকেও গীতাপাঠে অংশ নিতে দেখ গিয়েছে।

গীতাপাঠের এই অনুষ্ঠানে বঙ্গ বিজেপির একাধিক বিধায়ক-সাংসদ এবং নেতাকে হাজির থাকতে দেখা গিয়েছে। দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদার থেকে অগ্নিমিত্রা পলকেও গীতাপাঠে অংশ নিতে দেখ গিয়েছে।

7 / 12
রবিবার সকালে শঙ্করাচার্যের সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর থেকে আশীর্বাদ নেওয়ার ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন মেদিনীপুরের সাংসদ।

রবিবার সকালে শঙ্করাচার্যের সঙ্গে দেখা করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তাঁর থেকে আশীর্বাদ নেওয়ার ছবি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ারও করেছেন মেদিনীপুরের সাংসদ।

8 / 12
গীতাপাঠ অনুষ্ঠানে দিলীপ ঘোষের পাশেই বসেছিলেন অগ্নিমিত্রা পল এবং লকেট চট্টোপাধ্যায়। তাঁরাও গীতাপাঠে অংশ নিয়েছেন।

গীতাপাঠ অনুষ্ঠানে দিলীপ ঘোষের পাশেই বসেছিলেন অগ্নিমিত্রা পল এবং লকেট চট্টোপাধ্যায়। তাঁরাও গীতাপাঠে অংশ নিয়েছেন।

9 / 12
রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও সকাল থেকেই হাজির হন ব্রিগেডে। গীতাপাঠেও অংশ নিয়েছেন তিনি।

রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও সকাল থেকেই হাজির হন ব্রিগেডে। গীতাপাঠেও অংশ নিয়েছেন তিনি।

10 / 12
বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারও এ দিন গীতা পাঠ করেছেন।

বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারও এ দিন গীতা পাঠ করেছেন।

11 / 12
বিজেপি-তে যোগ দেওয়া টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষও ব্রিডেগে গীতাপাঠের মঞ্চে হাজির ছিলেন। তাঁকে বই হাতে গীতা পাঠ করতে দেখা গিয়েছে।

বিজেপি-তে যোগ দেওয়া টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষও ব্রিডেগে গীতাপাঠের মঞ্চে হাজির ছিলেন। তাঁকে বই হাতে গীতা পাঠ করতে দেখা গিয়েছে।

12 / 12
লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে হাজির হন হিরণও। সাদা শাল গায়ে তাঁর উপস্থিতিও ভিড়ের মধ্যে নজর কেড়েছে।

লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে হাজির হন হিরণও। সাদা শাল গায়ে তাঁর উপস্থিতিও ভিড়ের মধ্যে নজর কেড়েছে।

Next Photo Gallery