Bangla NewsPhoto gallery On this day in 1999 Anil Kumble became second bowler to take all ten wickets in Test innings
Anil Kumble: ফিরে দেখা টেস্টে এক ইনিংসে অনিল কুম্বলের ১০ উইকেট
২৩ বছর আগে আজকের দিনেই টেস্টে (Test) এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অনিল কুম্বলে (Anil Kumble)। ১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে এই রেকর্ড গড়েছিলেন ভারতীয় ক্রিকেটের জাম্বো। ইংল্যান্ডের জিম লেকরের পর দ্বিতীয় বোলার হিসেবে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতের এই প্রাক্তন লেগ স্পিনার। এই তালিকায় তৃতীয় বোলার হলেন নিউজিল্যান্ডের আজাজ প্যাটেল। গত বছর ওয়ংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন আজাজ।