Don Bradman: ৭৪ বছর আগে, স্তম্ভিত করেছিল ক্রিকেট দুনিয়ার ‘ডন’-এর শূন্য

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Aug 14, 2022 | 5:12 PM

শূন্য কে পেতে চায় বলুন তো? পরীক্ষার খাতায় তো নয়ই, বাইশ গজেও না। তাও আবার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে! ১৪ অগাস্ট, অর্থাৎ আজকের দিনে ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। বিদায়ী টেস্টে ডনের ব্যাটে স্মরণীয় ইনিংসের অপেক্ষা করছিলেন অনুরাগীরা। কিন্তু ঘটল পুরো উল্টো।

1 / 5
শূন্য কে পেতে চায় বলুন তো? পরীক্ষার খাতায় তো নয়ই, বাইশ গজেও না। তাও আবার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে! ১৪ অগাস্ট, অর্থাৎ আজকের দিনে ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। বিদায়ী টেস্টে ডনের ব্যাটে স্মরণীয় ইনিংসের অপেক্ষা করছিলেন অনুরাগীরা। কিন্তু ঘটল পুরো উল্টো। (ছবি:টুইটার)

শূন্য কে পেতে চায় বলুন তো? পরীক্ষার খাতায় তো নয়ই, বাইশ গজেও না। তাও আবার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে! ১৪ অগাস্ট, অর্থাৎ আজকের দিনে ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। বিদায়ী টেস্টে ডনের ব্যাটে স্মরণীয় ইনিংসের অপেক্ষা করছিলেন অনুরাগীরা। কিন্তু ঘটল পুরো উল্টো। (ছবি:টুইটার)

2 / 5
ক্রিকেটাররা সেঞ্চুরি হাঁকালে প্রশংসার ঝড় ওঠে। আর শূন্য রানে আউট হলে, শুনতে হয় অকথা কুকথা। স্যার ডন ব্র্যাডম্যানের ক্ষেত্রে এর কোনটাই হয়নি। শুধু একবুক দীর্ঘশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। (ছবি:টুইটার)

ক্রিকেটাররা সেঞ্চুরি হাঁকালে প্রশংসার ঝড় ওঠে। আর শূন্য রানে আউট হলে, শুনতে হয় অকথা কুকথা। স্যার ডন ব্র্যাডম্যানের ক্ষেত্রে এর কোনটাই হয়নি। শুধু একবুক দীর্ঘশ্বাস ফেলেছিলেন অনুরাগীরা। (ছবি:টুইটার)

3 / 5
১৯৪৮ সালের অ্যাশেজ সিরিজের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিদায়ী টেস্টে ব্র্যাডম্যানের ব্যাটে অন্য 'সেঞ্চুরি'-র অপেক্ষা করছিলেন ভক্তরা। মাত্র ৪ রান করলেই লাল বলের ফরম্যাটে গড় ১০০তে পৌঁছে যেত অজি কিংবদন্তির। নিশ্চিন্ত মনে ব্যাট-প্যাড তুলে রাখতে পারতেন। (ছবি:টুইটার)

১৯৪৮ সালের অ্যাশেজ সিরিজের ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিদায়ী টেস্টে ব্র্যাডম্যানের ব্যাটে অন্য 'সেঞ্চুরি'-র অপেক্ষা করছিলেন ভক্তরা। মাত্র ৪ রান করলেই লাল বলের ফরম্যাটে গড় ১০০তে পৌঁছে যেত অজি কিংবদন্তির। নিশ্চিন্ত মনে ব্যাট-প্যাড তুলে রাখতে পারতেন। (ছবি:টুইটার)

4 / 5
তা হল কই? ৯৯.৯৪ গড়ে থামল ব্র্যাডম্যানের ব্যাট। ২ বল খেলে এরিক হলিসের বলে আউট হলেন। অস্ট্রেলিয়া ইনিংসে টেস্ট জিতে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি ব্র্যাডম্যান। (ছবি:টুইটার)

তা হল কই? ৯৯.৯৪ গড়ে থামল ব্র্যাডম্যানের ব্যাট। ২ বল খেলে এরিক হলিসের বলে আউট হলেন। অস্ট্রেলিয়া ইনিংসে টেস্ট জিতে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার সুযোগ পাননি ব্র্যাডম্যান। (ছবি:টুইটার)

5 / 5
৫২টি টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান। কেরিয়ারের সাতহাজার রানের মাইলস্টোন ছোঁয়া হয়নি অজি কিংবদন্তির। ২৯টি শতরান, ১৩টি অর্ধশতরান এবং ১২ বার দ্বিশতরানের নজির রয়েছে তাঁর। (ছবি:টুইটার)

৫২টি টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬ হাজার ৯৯৬ রান। কেরিয়ারের সাতহাজার রানের মাইলস্টোন ছোঁয়া হয়নি অজি কিংবদন্তির। ২৯টি শতরান, ১৩টি অর্ধশতরান এবং ১২ বার দ্বিশতরানের নজির রয়েছে তাঁর। (ছবি:টুইটার)

Next Photo Gallery