Bangla NewsPhoto gallery On this day in cricket history don bradman got out on zero in his last test innings
Don Bradman: ৭৪ বছর আগে, স্তম্ভিত করেছিল ক্রিকেট দুনিয়ার ‘ডন’-এর শূন্য
শূন্য কে পেতে চায় বলুন তো? পরীক্ষার খাতায় তো নয়ই, বাইশ গজেও না। তাও আবার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচে! ১৪ অগাস্ট, অর্থাৎ আজকের দিনে ক্রিকেট কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান শেষবার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। বিদায়ী টেস্টে ডনের ব্যাটে স্মরণীয় ইনিংসের অপেক্ষা করছিলেন অনুরাগীরা। কিন্তু ঘটল পুরো উল্টো।