Mohun Bagan: বৃষ্টিতে বাতিল বাগান-চেন্নাই প্রস্তুতি ম্যাচ, রিমুভ এটিকে বিতর্ক তুঙ্গে
TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Aug 14, 2022 | 4:57 PM
বৃষ্টিভেজা রবিবারে সন্ধ্যা ৬টা নাগাদ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল এটিকে মোহনবাগানের। মাঠে ঢোকার অনুমতি শুধু সদস্যদের। যা নিয়ে সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখালেন।
1 / 5
বৃষ্টিভেজা রবিবারে সন্ধ্যা ৬টা নাগাদ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল এটিকে মোহনবাগানের। মাঠে ঢোকার অনুমতি শুধু সদস্যদের। যা নিয়ে সমর্থকরা প্রবল বিক্ষোভ দেখালেন। (নিজস্ব চিত্র)
2 / 5
প্রবল বৃষ্টি মাথায় করে প্রিয় দলের খেলা দেখতে এসেছিলেন সমর্থকরা। মাঠে ঢোকার অনুমতি না পেয়ে বাইরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। (নিজস্ব চিত্র)
3 / 5
ফুটবলাররা নামতেই ওঠে 'রিমুভ এটিকে' স্লোগান। বিক্ষোভের মাঝেই শোনা গেল, ম্যাচ বাতিল! (নিজস্ব চিত্র)
4 / 5
সকাল থেকে অঝোরে বৃষ্টি চলছে। এই পরিস্থিতিতে মাঠে নামতে চায়নি চেন্নাইয়িনের ফুটবলাররা। (নিজস্ব চিত্র)
5 / 5
ডুরান্ড কাপের আগে এই ম্যাচ দিয়ে বোমাস-পোগবাদের পরখ করে নিতে চাইছিলেন কোচ ফেরান্দো। বৃষ্টির জেরে সব পরিকল্পনা ভেস্তে গেল। কাঁটার মতো বিঁধে রইল সমর্থকদের বিক্ষোভ। (নিজস্ব চিত্র)