Shah Rukh Khan: কী কারণে কিং খান পেয়েছিলেন ভক্তের থেকে আত্মহত্যার হুমকি
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Nov 01, 2022 | 8:28 PM
Shah Rukh Khan: এই বছর শাহরুখ খান কোনও ছবির খবর সামনে আনেননি। তার আগের বছর অর্থাৎ ২০১৮ সালে জিরো ছবি মুক্তি পেয়েছিল। এক কথায় বলতে গেলে সেই ছবি সুপার ফ্লপ।
1 / 5
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।
2 / 5
তবে তার উত্তরে ছিল এমবাপেকে ঘিরে প্রশংসাও। তিনি জানান এমবাপের কড় টক্করও বেশ উপভোগ করার বিষয়। তবে এখানেই শেষ নয়, ভক্তদের আরও অন্যান্য প্রশ্নের উত্তর দিলেন এদিন শাহরুখ খান।
3 / 5
4 / 5
এরপর অনেকেই বলছিলেন শাহরুখ খান হয়তো আর ছবি করবেন না। শাহরুখ খান আর ফিরবেন না পর্দায়। এমনই গুজব কানে আসতেই এক ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখে বসেন যদি শাহরুখ খান নতুন ছবির নাম না ঘোষণা করেন, তবে তিনি আত্মহত্যা করবেন।
5 / 5
শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি, তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোন পোশাক কেনেননি।