রবিনার সঙ্গে অক্ষয়ের সম্পর্ক নিয়ে তো জল্পনা ছিল বহুদূর। তবে সেই প্রেমের তালিকাতে যে নাম ছিল অজয় দেবগণেরও তা হয়তো অনেকেরই অজানা।
অজয় দেবগণের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর যখন মন ভাঙে রবিনার, পরিস্থিতি সামলে উঠতে পারেননি। অজয়ের জীবনে তখন করিশ্মা কাপুরের বাস।
মানসিক অবসাদে ভুগছিলেন তখন রবিনা। করতে চেয়েছিলেন আত্মহত্যাও। খবর চাপা না থাকলে, তা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। যা ঘিরে প্রশ্ন উঠতেই অজয় দেবগণ বলেছিলেন, এটা পাবলিসিটির জন্য করা।
এখানেই শেষ নয়, রবিনার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি না দেখিয়ে তিনি সপাট মন্তব্য করে বসেছিলেন যে তাঁর চিকিৎসার প্রয়োজন, তিনি যে মনোবিদের কাছে যান।
এই নিয়ে বি-টাউনে বিস্তর জলঘোলা হলেও অজয় দেবগণ ফিরে তাকাননি। আর ঠিক সেই কারণেই দুরত্ব বাড়তে থাকে করিশ্মা কাপুর ও রবিনার মধ্যে।
মুখ দেখাদেখি ছিল বন্ধ। যদিও এই নিয়ে পরবর্তীতে সেভাবে কথা বলতে শোনা যায়নি রবিনাকে। তবে এক সাক্ষাৎকারে সম্পূর্ণ বিষয়টাই নিজের ওপর থেকে সরিয়ে নিয়েছিলেন অজয় দেবগণ।