মানসিক অবসাদ নিয়ে বারে বারে সেলেব মহলকে কথা বলতে শোনা গিয়েছে। সে দীপিকা পাড়ুকোন হোক বা শাহরুখ খান। কিন্তু সেই তালিকাতে যে সলমন খানেরও নাম, তা কি কারুর জানা ছিল!
অনেকেরই হয়তো জানা, অনেকেরই হয়তো অজানা। সলমন খান মানসিক অবসাদে ডুবেছিলেন ২০০১ সালে। হয়ে গিয়েছিল কথা বলা বন্ধ। টিউবলাইট ছবির প্রচারে জানিয়েছিলেন তিনি।
নার্ভের সমস্যার জন্য মুখে সমস্যা হত, হঠাৎ হঠাৎ করে কারেন্ট মারার অনুভূতি মাথার একটি সাইডে। অসহ্য যন্ত্রণায় ভুগতেন তিনি। কথা বলতে পারতেন না। মুখ নাড়িয়ে নাড়িয়ে সংলাপ বলতেন।
এই সমস্যা একটা সময়ের পর বেশ মাথা চারা দিয়ে ওঠে। সুইসাইড ডিসওর্ডারও বলা হয় এই সমস্যাকে। আমেরিকায় ছিলেন চিকিৎসারত সলমন খান।
ছবির প্রমোশনের সময় কঠিন পরিস্থিতির কথা নিজেই জানিয়েছিলেন সলমন খান। ঝড়ের গতিতে যা হয়ে ওঠে ভাইরাল। তিনি নিজেই জানিয়েছিলেন এই সময়টা তিনি কথা বলতে পারতেন না।
অসহ্য যন্ত্রণা হত তাঁর কথা বলতে। সামান্য মুখ খুলে প্রয়োজনে কথা বলতেন তিনি। সেই দিনগুলোর কথা তিনি আজও ভোলেননি, দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়েছিলেন ভাইজান।