TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 24, 2022 | 1:12 PM
সলমন খানের দাদাগিরি, বলিউডে কান পাতলেই একের পর এক কাহিনি উঠে আসে, যেখানে বিষয়টা স্পষ্ট হয়ে যায় সলমন খান চাইলে বোধহয় সব সম্ভব, সেলেবদের সঙ্গে তাঁর সমীকরণ ঠিক কোন পর্যায় তা কারুর জানার বাকি নেই।
তবে স্টার পরিচালক ডেভিড ধাওয়ানের ছেলেকেও তিনি এক হাত নিতে পিছপা হলেন না! একসময় যাঁর পরিচালনাতে একের পর এক ছবি করেছিলেন সলমন খান।
তাঁর ছেলে বরুণ ধাওয়ানের সঙ্গে এ কেমন ব্যবহার করলেন সলমন খান! শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। ছোট থেকে সলমন খান তাঁর বাবার সুবাদে চিনতেন ভাইজানকে।
তখন আঙ্কেল বলেই ডাকলেন সলমন খানকে। বড় হয়ে সেই ডাকে অব্যহত থাকেন তিনি। হঠাই এক অডিশনে ঢোকার আগে দেখা হয়ে যায় সলমন খানের সঙ্গে।
তখনই তিনি সলমন খানকে বলে বসেন, আঙ্কেল, বরুণের এই ডাক শুনে মেজাজ হারান সলমন খান। মুহূর্তে তাঁকে চড় মারার হুমকি দিয়ে বলেন ভাই বলে ডাকতে।
এমন কি এও বলেন যে, ঢুকতে দেবেন না ইন্ডাস্ট্রিতে। যদি তিনি সলমন খানের অবাধ্য হয়ে যান। এরপর থেকেই বরুণ সলমন ভাই বলেই ডাকেন সলমন খানকে।
ঝড়ের গতিতে তা হয়ে ওঠে ভাইরাল। এরপর জুরুয়া ছবিতে সলমন খানের পাঠে অভিনয় করেন তিনি। তখন তাঁকে প্রশ্ন করা হয় সলমনের সঙ্গে তুলনাতে কোনও সমস্যা হবে না! বরুণ সাফ জানিয়ে ছিলেন না।