OnePlus Nord 2T: ১৯ মে লঞ্চ হবে এই ফোন, সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
May 17, 2022 | 10:08 PM
OnePlus Nord 2T: ১৯ মে ইউরোপে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ২টি স্মার্টফোন। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন।
1 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি স্মার্টফোন আগামী ১৯ মে লঞ্চ হতে চলেছে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য ফিচার ও স্পেসিফিকেশনগুলো জেনে নিন। শোনা যাচ্ছে এই ফোন ইউরোপে লঞ্চ হবে।
2 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ১৩০০ প্রসেসর থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ৮০ ওয়াটের SuperVOOC আচ্ররজিং সাপোর্ট। আর ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। ডিসপ্লের উপর একটি হোল পাঞ্চ নচ ডিজাইনও থাকতে পারে।
3 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনে একটি ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এছাড়াও এই ডিসপ্লেতে এইচডিআর১০+ সাপোর্ট থাকতে পারে। এর উপর কর্নিং গোরিলা গ্লাস ৫ থাকার সম্ভাবনাও রয়েছে।
4 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের প্রসেসরের সঙ্গে ৮ জিবি এবং ১২ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ১২৮ জিবি এবং ২৫৬ জিবি UFS 3.1 অনবোর্ড স্টোরেজ।
5 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের পিছনের অংশে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের সোনি IMX766 প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি সোনি IMX355 আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর যেখানে ১২০ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া সম্ভব। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের একটি মোনোক্রোম সেনসরও থাকতে পারে।
6 / 6
ওয়ানপ্লাস নর্ড ২টি ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এটি একটি সোনি IMX615 সেনসর হতে পারে। এই ফোনের ক্যামেরায় ৪কে ভিডিয়ো রেকর্ডিং ফিচারও থাকতে পারে।