Controversy: একের পর এক পুরুষ বদল, ‘প্লাস্টিক হার্ট ঐশ্বর্যের’, প্রেমে আঘাত পেয়ে বিস্ফোরক বিবেক

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

May 17, 2022 | 8:16 PM

Viral News: ঐশ্বর্য রাই বলে কথা, তাঁর রূপের ও অভিনয়ের যাদুতে ঝড় বইতে থাকা বি-টাউনের প্রায় অধিকাংশ পুরুষ ছিল মুগ্ধ। তবে তাঁর মনে জায়গা পাবে কে! সেটা ছিল তখনও অজানা।

1 / 6
ঐশ্বর্য রাই বলে কথা, তাঁর রূপের ও অভিনয়ের যাদুতে ঝড় বইতে থাকা বি-টাউনের প্রায় অধিকাংশ পুরুষ ছিল মুগ্ধ। তবে তাঁর মনে জায়গা পাবে কে! সেটা ছিল তখনও অজানা।

ঐশ্বর্য রাই বলে কথা, তাঁর রূপের ও অভিনয়ের যাদুতে ঝড় বইতে থাকা বি-টাউনের প্রায় অধিকাংশ পুরুষ ছিল মুগ্ধ। তবে তাঁর মনে জায়গা পাবে কে! সেটা ছিল তখনও অজানা।

2 / 6
সলমন খানের আগের সম্পর্ক নিয়ে খুব একটা জলঘোলা হয় না। খবরের শিরোনামে জায়গা করে রে রে ফেলে দিয়েছিল ভাইজানের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর।

সলমন খানের আগের সম্পর্ক নিয়ে খুব একটা জলঘোলা হয় না। খবরের শিরোনামে জায়গা করে রে রে ফেলে দিয়েছিল ভাইজানের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর।

3 / 6
এরপরই তাঁর জীবনে এসেছিলেন বিবেক ওবেরয়। তাঁর সঙ্গে ছবিতে ঘনিষ্ট দৃশ্যে দেখা যায় ঐশ্বর্যকে। পাশাপাশি শোনা যায় তাঁরা নাকি একে অন্যের সঙ্গে প্রেমও করছেন।

এরপরই তাঁর জীবনে এসেছিলেন বিবেক ওবেরয়। তাঁর সঙ্গে ছবিতে ঘনিষ্ট দৃশ্যে দেখা যায় ঐশ্বর্যকে। পাশাপাশি শোনা যায় তাঁরা নাকি একে অন্যের সঙ্গে প্রেমও করছেন।

4 / 6
মধ্যরাতে সলমন খানের থেকে হুমকির ফোনও পেয়েছিলেন বিবেক ওবেরয়। তবে তা তোয়াক্কা না করে মন দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

মধ্যরাতে সলমন খানের থেকে হুমকির ফোনও পেয়েছিলেন বিবেক ওবেরয়। তবে তা তোয়াক্কা না করে মন দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি।

5 / 6
কয়েকদিন পর তাঁরও মন ভেঙে দিয়েছিলেন ঐশ্বর্য। এরপরই পাল্টা সুর শোনা যায় বিবেক ওবেরয়ের কণ্ঠে। বাঁকা কথায় তোপ দাগেন তিনি। জানান ঐশ্বর্যের রূপও প্লাস্টিক, তাঁর মনও প্লাস্টিক।

কয়েকদিন পর তাঁরও মন ভেঙে দিয়েছিলেন ঐশ্বর্য। এরপরই পাল্টা সুর শোনা যায় বিবেক ওবেরয়ের কণ্ঠে। বাঁকা কথায় তোপ দাগেন তিনি। জানান ঐশ্বর্যের রূপও প্লাস্টিক, তাঁর মনও প্লাস্টিক।

6 / 6
যদিও এই প্রসঙ্গ খুব একটা মন্তব্য না করে ঐশ্বর্য তখন মেতে ছিলেন তাঁর নয়া প্রেমিক অভিষেক বচ্চনের কাছে। ঝড়ের গতিতে ছড়িয়ে ছিল সেই সম্পর্কের খবর। তবে এবার আর প্রতারণা নয়। সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।

যদিও এই প্রসঙ্গ খুব একটা মন্তব্য না করে ঐশ্বর্য তখন মেতে ছিলেন তাঁর নয়া প্রেমিক অভিষেক বচ্চনের কাছে। ঝড়ের গতিতে ছড়িয়ে ছিল সেই সম্পর্কের খবর। তবে এবার আর প্রতারণা নয়। সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি।

Next Photo Gallery