Most Controversial Monuments: বিতর্ক ছাড়া স্মৃতি হয় না! বিশ্বের সবচেয়ে বিতর্কিত স্মৃতিস্তম্ভের নাম জানা আছে?
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
May 17, 2022 | 7:19 PM
Iconic Monuments: তাজমহলের দিকে তাকালেই চোখের সামনে প্রেমের এক সুন্দর প্রতীকের কথাই মনে আসে। সাদা ধবধবে মার্বেল দিয়ে তৈরি এই বিশাল স্মৃতিসৌধটির পিছনে রয়েছে অনেক অজানা তথ্য, যা সর্বকালের অন্যতম বিতর্কিত বিষয় বলে মনে করা হয়।
1 / 9
একইভাবে তাজমহলের মত বিশ্বজুড়েই রয়েছে এমন অনেক আইকনিক স্মৃতিস্তম্ভ ও মূর্তি, যা অনন্য সৌন্দর্য ও ইতিহাসে মানুষকে মোহিত করেছে। এবার জানা যাক বিশ্বে বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভগুলির মধ্যে কোনগুলি সবচেয়ে বিতর্কের, সেগুলিই এখানে দেওয়া রইল...
2 / 9
টোকিওর ইয়াসুকুনি শিন্টো মন্দিরটি ১৮৬৯ সালে নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরের ভিতরে প্রায় ২.৫ মিলিয়ন নাম খোদাই করা আছে। যার মধ্যে প্রায় ১৪জনের নাম উঁচুমানেক যুদ্ধাপরাধী বলে মনে করা হয়। যাঁর মধ্যে একজন পার্ল হারবারের মার্কিন হামলার জন্য দায়ী ছিলেন। আরও একজন আছেন, যিনি প্রায় ২ লক্ষ অসামরিক মানুষকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিলেন।
3 / 9
স্প্যানিশ গৃহযুদ্ধে শহিদ সৈনিকদের স্মরণে দ্য ভ্যালি অফ দ্য ফলেন নির্মিত হয়েছিল। একে ঘিরে কম বিতর্ক হয়নি। স্প্যানিশ একনায়ক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর বিশ্রামস্থলও ছিল। স্পেনের সবচেয়ে বিতর্কিত স্মৃতিসৌধগুলির মধ্যে একটি। তিনি ছিলেন ধেসের সাবেক স্বৈরচারী শাসক। নাত্সি জার্মানি ও ফ্যাসিবাদী ইতালির সহায়তায় ক্ষমতায় বসেন।
4 / 9
ভারতের আগ্রার তাজমহল বিশ্বের সবচেয়ে সুন্দর নিদর্শন। ভালবাসার প্রতীক হিসেবে বিশ্ববন্দিত। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তবে এই তাজমহল ঘিরে এখনও বিতর্কের দানা বেধে রয়েছে। মনে করা হয়, মুঘল রাজা শাহজাহান এই তাহমহল নির্মাণ শেষে কারিগরদের হাত কেটে দিয়েছিলেন। কারণ এমন বিস্ময়কর স্থাপত্য যাতে এই বিশ্বে দুটি না থাকে।
5 / 9
সম্প্রতি আরও একটি বিতর্ক উস্কে দিয়েছে এই তাজমহলকে ঘিরে। জয়পুরের শেষ রাজা দ্বিতীয় মান সিংয়ের নাতনি দীয়াকুমারীর দাবি, তাজমহলটি যেখানে নির্মাণ করা হয়েছে, সেটি আসলে রাজা জয় সিংহের । এই জমিটি জোর করে রাজপুতদের কাছ থেকে মুঘল সম্রাট শাহজাহান অধিগ্রহণ করেছিলেন।
6 / 9
কথিত আছে, স্পেনের মাদ্রিদে ফলেন অ্যাঞ্জেল স্ট্যাচুটি শয়তানের কাছেই উত্সর্গ করে নির্মাণ করা হয়েছিল। মূলত, বিশ্বের এটিই একমাত্র অশুভ শক্তিকে উত্সর্গ করে মূর্তিটি তৈরি করা হয়েছিল। ১৯ শতকের কোনও একসময় তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়।
7 / 9
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটাতে বিশ্বের অন্যতম আশ্চর্য আমেরিকান আইকন, যেটি নাকি মাউন্ট রাশমোরের বাজেয়াপ্ত জমিতে নির্মিত। ১৯২০ সালে স্থানীয় লাকোটা উপজাতিরা জমি চুরির জন্য আমেরিকা সরকারের বিরুদ্ধে মামলা করেছিল। ভূমিযুদ্ধের পর মার্কিন সুপ্রিম কোর্ট বলে, সরকার লাকোটা থেকে অবৈধভাবে ব্ল্যাক হিলস অঞ্চল ছিনিয়ে নিয়েছে। পরে উপজাতি গোষ্ঠীকে প্রায় ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছিল।
8 / 9
মার্কিন দেশের আরও একটি বিকর্কিত স্তম্ভগুলির মধ্যে ক্রিস্টোফার কলম্বাসের মূর্তি অন্যতম। আমেরিকায় বহু জায়গায় তাঁর মূর্তি রয়েছে। আমেরিকা আবিষ্কার করার জন্য যে ব্যক্তি ভুলভাবে পরিচিতের অনেকগুলি মূর্তি আবার সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হয়েছে।
9 / 9
চে গুভেরারজীবন ও ইতিহাস বেশ জটিল। সমাজে সমতার জন্য লড়াই করেছিলেন যিনি, তিনি আবার গেরিলা যুদ্ধেরও পক্ষে ছিলেন। একটি জাতির নায়ক হিসেবে পরিচিত হলে অনেকে তাঁকে হত্যাকারী বলেও মনে করেন। বলিভিয়ায় তাঁর স্মৃতিসৌধ যেখানে রয়েছে, সেখানেই তাঁকে হত্যা করা হয়েছিল বলে জানা যায়।