স্মার্টফোন কেনার সময় অনেক কিছুর দিকে নজর রাখতে হয়। ভাল মতো হোমওয়ার্ক করে তবেই পছন্দের মুঠোফোন হাতে আসে। সেই বাছাই পর্বের সময় ব্যাটারির বিষয়টি সকলেই মাথায় রাখেন।
ব্যাটারি ভাল হলে দাম বাড়ে। কিন্তু বাজারে এমন কিছু স্মার্টফোন এসেছে, যেগুলির দাম অত্যন্ত কম।
পোকো এম থ্রি - ১২,৪৯৯ টাকার স্মার্টফোনটির ব্যাটারি ৫,০০০ মেগা হার্টজ
রিয়েলমি নার্জো ৩০ - এই স্মার্টফোনটির ব্যাটারিও ৫,০০০ মেগা হার্টজ। দাম ১৪,৯৯৯ টাকা
রেডমি নোট ১০ - ১২,৯৯৯ টাকার স্মার্টফোনটির ব্যাটারি মেগা হার্টজ ৫,০০০
রেডমি নোট ১০টি ৫জি - ১৫,৯৯৯ টাকার স্মার্টফোনটির ব্যাটারির শক্তিও ৫,০০০ মেগা হার্টজ
স্যামসং গ্যালাক্সি এফ৪১ - স্যামসংয়ের দাম অন্যান্য স্মার্টফোনের চেয়ে তুলনায় বেশি। কিন্তু এই ফোনটির দাম মাত্র ১৪,৪৯৯ টাকা। এর ব্যাটারির শক্তি আরও বেশি ৬০০০ মেগা হার্টজ।