শুরু হচ্ছে দ্বিতীয় এক অধ্যায়। যে অধ্যায় ফিরিয়ে নিয়ে আসছেন মানব-অর্চনার সেই পুরনো কেমিস্ট্রি। আসছে পবিত্র রিস্তার দ্বিতীয় সিজন, এ খবর এতদিনে জেনে গেছেন সকলেই। এবার প্রকাশ্যে এল ওই ধারাবাহিকে মানব-অর্চনা ওরফে শাহির শেখ ও অঙ্কিতা লোখন্ডের লুক। দেখে নিন এক ঝলকে।
পুরনো লুককে মাথায় রেখেই এই সিজনে ওই দুজনের লুক সেট করা হয়েছে সে হিসবে স্পষ্ট।
একসময় সুপারহিট ওই ধারাবাহিকের সঙ্গে জড়িয়ে রয়েছে নেটিজেনদের ইমোশন। ওই ধারাবাহিকের মধ্যে দিয়েই সিনেপ্রেমীরা পেয়েছিল এক নয়া জুটি অঙ্কিতা ও সুশান্ত সিং রাজপুতকে।
ঘড়ির কাঁটা নির্দিষ্ট সময়ে পৌঁছতেই 'পবিত্র রিস্তা'র টাইটেল ট্র্যাক বাজতেই গায়ে কাঁটা দিত ভক্তদের। ধারাবাহিকটিকে এতটাই জড়িয়ে ছিলেন তাঁরা।
সুশান্তের মৃত্যুর পর সেই ইমোশনকে অক্ষুণ্ণ রেখেই আবারও 'মানব' খোঁজার সময় বেশ বেগ পেতে হয়েছে কাস্টিং ডিরেক্টরদের। সুশান্তের জায়গায় শাহিরকে মানব রূপে মানতেই পারেননি সুশান্ত-অনুরাগীরা।
যদিও সে সব বিতর্ককে দূরে সরিয়ে আবারও আসছেন মানব-অর্চনা। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেখা যাবে ওই ধারাবাহিকটি।