Bangla News Photo gallery Pele never openly speaks about racism but still he is a big part of black lives matter movement
Pele: শ্বেতাঙ্গদের দাপটের মাঝেই পেলে তৈরি করেছিলেন এক নতুন পৃথিবী
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Dec 31, 2022 | 11:32 AM
সারা বিশ্ব জুড়ে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে যে আন্দোলন চলছে, সেই বিপ্লবের পুরোধা ছিলেন পেলে। শ্বেতাঙ্গদের দাপটের মাঝে দাঁড়িয়ে পেলে তৈরি করেছিলেন নতুন পৃথিবী। অবশ্য পেলে নিজে কখনওই বর্ণবিদ্বেষ নিয়ে কিছু বলেননি। ফুটবলের মতো সুন্দর খেলার বর্ণবিদ্বেষের কোনও জায়গা হওয়া উচিত নয়। বার বার এই মত উঠে এলেও, বিশ্ব ফুটবলে চিত্রটা বদলায়নি।
1 / 6
পেলের (Pele) উত্থানের সময়, বিশ্ব ফুটবলে শ্বেতাঙ্গদের দাপট ছিল। কৃষ্ণাঙ্গ ফুটবলার হয়েও এক আলাদাই জগত তৈরি করতে পেরেছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। তাঁর প্রতিভার ছটা সারা বিশ্বে ছড়িয়ে পড়তে খুব বেশি দেরি হয়নি। (ছবি : টুইটার)
2 / 6
পেলে নিজে কখনওই বর্ণবিদ্বেষ নিয়ে কিছু বলেননি। কিন্তু একজন কৃষ্ণাঙ্গ ফুটবলার হওয়ায়, তাঁকেও বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হতে হয়েছিল। কিন্তু নামটা যেহেতু পেলে, তাই বর্ণবিদ্বেষমূলক মন্তব্য তাঁর দিকে ভেসে এলেও, তাঁর তোয়াক্কা করেননি তিনি। মাঠে নামলেই পায়ের জাদু দিয়ে সব উত্তর বুঝিয়ে দিতেন পেলে। (ছবি : টুইটার)
3 / 6
রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস জুনিয়র একাধিকবার বর্ণবিদ্বেষমূলক আচরণের শিকার হয়েছেন। বিভিন্ন ম্যাচে গোলের পর ভিনির নাচের সেলিব্রেশন অনেকেই ভালো চোখে দেখেনি। যে কারণে, তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেন নেটিজ়েনরা। (ছবি : টুইটার)
4 / 6
ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে সেই সময় ভিনিসিয়াসকে সমর্থন করেন। সোশ্যাল মিডিয়ায় পেলে লেখেন, "ফুটবল হল আনন্দ। ফুটবল হল নাচ। দুর্ভাগ্যবশত, যদিও সমাজে এখনও বর্ণবিদ্বেষ রয়েছে, তবে আমরা তাতে নিজেদের হাসিখুশি থাকা থামিয়ে দেব না। বরং এই ভাবেই আমার প্রতিদিন বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। আমরা সম্মান পাওয়া এবং খুশি থাকার অধিকার পাওয়ার জন্য এই লড়াই চালিয়ে যাব।" (ছবি : টুইটার)
5 / 6
জনপ্রিয় আমেরিকান বাস্কেটবল প্লেয়ার মাইকেল জর্ডানও কেরিয়ারে বিভিন্ন সময় বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। গলফ কিংবদন্তি টাইগার উডসও লম্বা কেরিয়ারে বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন। বিভিন্ন কৃষ্ণাঙ্গ ক্রীড়াবিদ বিভিন্ন সময় বর্ণবিদ্বেষের শিকার হলেও, তাঁরা নিজেদের ছাপ রেখে গিয়েছেন তাঁদের পারফরম্যান্সের মাধ্যমে।
6 / 6
বর্ণবিদ্বেষের প্রতিবাদে, একাধিক ক্রীড়াবিদ বিভিন্ন ম্যাচ শুরু হওয়ার আগে হাঁটু মুড়ে প্রতিবাদ জানান। জামাইকান তারকা ক্রিকেটার মাইকেল হোল্ডিং এ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, এই বর্ণবাদের বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে প্রতিবাদ যথেষ্ঠ নয়। বরং, বর্ণবিদ্বেষ সম্পর্কে সমাজকে শিক্ষিত করতে হবে। মানুষ নিজেদের মনোভাব না পাল্টালে বর্ণবিদ্বেষ কোনওদিনই বন্ধ হবে না। (ছবি : টুইটার)