Bollywood Gossip: ‘বাসন মেজে ফিরছেন?’ আম্বানির বাড়ি থেকে একসঙ্গে বেরলেন শাহরুখ-সলমন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Dec 31, 2022 | 10:28 AM

Bollywood Controversy: এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায় আরও অনেক সেলেবকেই। শাহরুখ-সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন নিমন্ত্রণ রক্ষা করতে।

1 / 6
শাহরুখ খান-গৌরী খার- সিনেপাড়ায় নানা বিতর্কের পর এখন আব্রাহম গৌরী খানের চোখের মণি। তবে আব্রাহমকে শাহরুখ খান সারোগেসির মাধ্যমেই নিয়েছিলেন।

শাহরুখ খান-গৌরী খার- সিনেপাড়ায় নানা বিতর্কের পর এখন আব্রাহম গৌরী খানের চোখের মণি। তবে আব্রাহমকে শাহরুখ খান সারোগেসির মাধ্যমেই নিয়েছিলেন।

2 / 6
বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

বয়স ৬০ ছুঁই-ছুঁই। তবুও সলমন খানের বিয়ের অপেক্ষায় দিন গুনছে ভক্তরা। সকলের মুখে একটাই প্রশ্ন, কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি?

3 / 6
Bollywood Gossip: ‘বাসন মেজে ফিরছেন?’ আম্বানির বাড়ি থেকে একসঙ্গে বেরলেন শাহরুখ-সলমন

4 / 6
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিয়া ভাট, রণবীর কাপুর ও অয়ন মুখোপাধ্যায়কেও এদিন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হতে দেখা যায়। শাহরুখ সলমন এদিন আলাদাই উপস্থিত হয়েছিলেন এ অনুষ্ঠানে।

5 / 6
তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।

তবে কোথায় প্রচার? কোথায় গোটা পাঠান টিম? ছবি মুক্তির আর মাত্র ৬ দিন বাকি, অথচ দেখা মিলছে না পাঠান ছবির কোনও প্রকার প্রচারেরই। কারণ কী! বিটাউন সূত্রে এবার খবর এল সামনে।

6 / 6
পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

পাঠান ছবিতে শাহরুখের অনুরোধে কেমিয়ো করছেন সলমন খান। পাল্টা টাইগার থ্রি ছবিতেও থাকছেন সাহরুখ খান।

Next Photo Gallery