১ জানুয়ারি থেকে বদলে গিয়েছে পেনশন তোলার নিয়ম, আপডেটটা জানেন তো?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 08, 2025 | 2:22 PM

Pension: ১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়েছে। এতে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের শাখা পরিবর্তন করলেও, আপনার পেনশন পেতে কোনও সমস্যা হবে না।

1 / 9
ঠিকানা বদল হলে পেনশন তুলতে গিয়ে কালঘাম ছুটে যায়। প্রতি মাসে নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় যেতে হয় পেনশন তুলতে। তবে সেই ঝামেলা আর রইল না।

ঠিকানা বদল হলে পেনশন তুলতে গিয়ে কালঘাম ছুটে যায়। প্রতি মাসে নির্দিষ্ট ব্যাঙ্কের শাখায় যেতে হয় পেনশন তুলতে। তবে সেই ঝামেলা আর রইল না।

2 / 9
নতুন বছরে নতুন নিয়ম। ব্যাঙ্ক থেকে পেনশন তোলার ঝক্কি কমে গেল। এবার সহজেই তোলা যাবে পেনশন।

নতুন বছরে নতুন নিয়ম। ব্যাঙ্ক থেকে পেনশন তোলার ঝক্কি কমে গেল। এবার সহজেই তোলা যাবে পেনশন।

3 / 9
জানুয়ারি মাস থেকে বদলে গিয়েছে একাধিক নিয়ম। এর মধ্যে ব্যাঙ্কের নিয়মও রয়েছে।

জানুয়ারি মাস থেকে বদলে গিয়েছে একাধিক নিয়ম। এর মধ্যে ব্যাঙ্কের নিয়মও রয়েছে।

4 / 9
এবার থেকে পেনশন তোলার জন্য দূরের ব্যাঙ্কে  ছুটতে হবে না। যে কোনও ব্যাঙ্ক থেকেই পেনশন তোলা যাবে।

এবার থেকে পেনশন তোলার জন্য দূরের ব্যাঙ্কে ছুটতে হবে না। যে কোনও ব্যাঙ্ক থেকেই পেনশন তোলা যাবে।

5 / 9
১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়েছে। এতে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের শাখা পরিবর্তন করলেও, আপনার পেনশন পেতে কোনও সমস্যা হবে না।

১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু হয়েছে। এতে ব্যাঙ্ক বা ব্যাঙ্কের শাখা পরিবর্তন করলেও, আপনার পেনশন পেতে কোনও সমস্যা হবে না।

6 / 9
কেন্দ্রের তরফে আনা হয়েছে নয়া সিস্টেম, সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে, যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে ।

কেন্দ্রের তরফে আনা হয়েছে নয়া সিস্টেম, সেন্ট্রাল পেনশন পেমেন্ট সিস্টেম। এর মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে, যে কোনও শাখা থেকে পেনশন তোলা যাবে ।

7 / 9
এখন থেকে ব্যাঙ্ক বা শাখা বদল হলেও, পেনশন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না।

এখন থেকে ব্যাঙ্ক বা শাখা বদল হলেও, পেনশন অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে না।

8 / 9
কেন্দ্রের এই নতুন নিয়মে দেশের ৭৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। বিশেষ করে যারা চাকরি থেকে অবসর নেওয়ার পর পৈত্রিক ভিটে বা গ্রামের বাড়িতে ফিরে যান, তারা বিশেষ উপকৃত হবেন।

কেন্দ্রের এই নতুন নিয়মে দেশের ৭৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন। বিশেষ করে যারা চাকরি থেকে অবসর নেওয়ার পর পৈত্রিক ভিটে বা গ্রামের বাড়িতে ফিরে যান, তারা বিশেষ উপকৃত হবেন।

9 / 9
সিপিপিএস-র অধীনে পেনশনভোগীরা সহজেই ডিজিটাল সার্টিফিকেট পাবেন। ডকুমেন্টেশন ও পেনশন পাওয়াও সহজ হবে।

সিপিপিএস-র অধীনে পেনশনভোগীরা সহজেই ডিজিটাল সার্টিফিকেট পাবেন। ডকুমেন্টেশন ও পেনশন পাওয়াও সহজ হবে।

Next Photo Gallery