Patient falls from Hospital: নাগাল পেল না উদ্ধারকারীরা, নীচে পড়লেন রোগী, দেখুন উৎকণ্ঠার প্রহরের সেই ছবি

Soumya Saha |

Jun 25, 2022 | 10:52 PM

Patient jumps from Hospital: দুপুরের শহর কলকাতা। কর্মব্যস্ত। হঠাৎই মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের আট তলার জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে চলে যান এক রোগী। বসে পড়েন কার্নিশে। কোনওভাবেই তাঁকে আর নামানো যায় না সেখান থেকে।

1 / 7
দুপুরের শহর কলকাতা। কর্মব্যস্ত। হঠাৎই মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের আট তলার জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে চলে যান এক রোগী। বসে পড়েন কার্নিশে। কোনওভাবেই তাঁকে আর নামানো যায় না সেখান থেকে।

দুপুরের শহর কলকাতা। কর্মব্যস্ত। হঠাৎই মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের আট তলার জানালা দিয়ে বেরিয়ে কার্নিশে চলে যান এক রোগী। বসে পড়েন কার্নিশে। কোনওভাবেই তাঁকে আর নামানো যায় না সেখান থেকে।

2 / 7
জানালা দিয়ে এক ব্যক্তি রোগীকে কিছু বোঝানোর চেষ্টা করছেন।  কিন্তু সে দিকে যেন ভ্রুক্ষেপ নেই রোগীর। তিনি আবার নীচের দিকে আঙুল দিয়ে কিছু বলছেন। সব মিলিয়ে এক হুলুস্থূল কাণ্ড তখন। হাসপাতালের নীচে তখন দমকলকর্মী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

জানালা দিয়ে এক ব্যক্তি রোগীকে কিছু বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু সে দিকে যেন ভ্রুক্ষেপ নেই রোগীর। তিনি আবার নীচের দিকে আঙুল দিয়ে কিছু বলছেন। সব মিলিয়ে এক হুলুস্থূল কাণ্ড তখন। হাসপাতালের নীচে তখন দমকলকর্মী, পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা।

3 / 7
দলকলের থেকে হাইড্রোলিক মইও নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেই মই রোগীর কাছে নিয়ে যেতেই তিনি যেন বিরক্ত বোধ করছিলেন। তাই বেশ কয়েকবার রোগীর কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয় দমকলকর্মীদের।

দলকলের থেকে হাইড্রোলিক মইও নিয়ে আসা হয়েছিল। কিন্তু সেই মই রোগীর কাছে নিয়ে যেতেই তিনি যেন বিরক্ত বোধ করছিলেন। তাই বেশ কয়েকবার রোগীর কাছাকাছি গিয়েও ফিরে আসতে হয় দমকলকর্মীদের।

4 / 7
ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের আট তলার কার্নিশে বসেছিলেন রোগী। নীচে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের ব্যস্ততা। কিন্তু কোথাও জালের ব্যবস্থা ছিল না। শেষে দুর্ঘটনার কিছু সময় এসে পৌঁছয় জাল। সেই জাল নিয়ে দ্রুত এগিয়ে যাওয়া হচ্ছে।

ঘণ্টার পর ঘণ্টা হাসপাতালের আট তলার কার্নিশে বসেছিলেন রোগী। নীচে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের ব্যস্ততা। কিন্তু কোথাও জালের ব্যবস্থা ছিল না। শেষে দুর্ঘটনার কিছু সময় এসে পৌঁছয় জাল। সেই জাল নিয়ে দ্রুত এগিয়ে যাওয়া হচ্ছে।

5 / 7
ততক্ষণে হাসপাতালের কার্নিশের থেকে নীচের দিকে পা ঝুলিয়ে দিয়েছেন রোগী। মাথায় কী চলছিল তখন, বলা মুশকিল।

ততক্ষণে হাসপাতালের কার্নিশের থেকে নীচের দিকে পা ঝুলিয়ে দিয়েছেন রোগী। মাথায় কী চলছিল তখন, বলা মুশকিল।

6 / 7
কার্নিশ থেকে পা নামানোর পর বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই হাত দিয়ে কোনওরকমে কার্নিশ ধরে ঝুলে থাকেন ওই রোগী। তখনও পাশের জানালা থেকে এক ব্যক্তি আঙুল দেখিয়ে কিছু বলার চেষ্টা করছেন। হাসপাতালের ছাদের উপরেও কয়েকজন ছিলেন।

কার্নিশ থেকে পা নামানোর পর বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই হাত দিয়ে কোনওরকমে কার্নিশ ধরে ঝুলে থাকেন ওই রোগী। তখনও পাশের জানালা থেকে এক ব্যক্তি আঙুল দেখিয়ে কিছু বলার চেষ্টা করছেন। হাসপাতালের ছাদের উপরেও কয়েকজন ছিলেন।

7 / 7
কিন্তু কোনওকিছুতেই কাজ হল না। কার্নিশ ধরে আর বেশিক্ষণ ঝুলে থাকতে পারেননি তিনি। হাত ফসকাতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। আটতলা থেকে নীচে পড়ে যান তিনি। একাধিক বার ধাক্কা খান বিল্ডিংয়ের সঙ্গে। শেষে মাটিতে লুটিয়ে পড়েন। দেখুন ঠিক তার আগের মুহূর্তের ছবি।

কিন্তু কোনওকিছুতেই কাজ হল না। কার্নিশ ধরে আর বেশিক্ষণ ঝুলে থাকতে পারেননি তিনি। হাত ফসকাতেই ভয়ঙ্কর দুর্ঘটনা। আটতলা থেকে নীচে পড়ে যান তিনি। একাধিক বার ধাক্কা খান বিল্ডিংয়ের সঙ্গে। শেষে মাটিতে লুটিয়ে পড়েন। দেখুন ঠিক তার আগের মুহূর্তের ছবি।

Next Photo Gallery