TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Dec 08, 2022 | 10:00 AM
বিশ্বকাপের বাজি যখন ব্রাজিল, হলুদ-সবুজে মোড়া বাড়ি তো থাকবেই। (ছবি: তুষার ঘটক)
ঝাঁ চকচকে এই বাসের যাত্রা বেশ আরামের। পৌঁছে দেবে কাতারের প্রাণকেন্দ্র দোহার এ প্রান্ত থেকে ও প্রান্ত। (ছবি: তুষার ঘটক)
সিনেমায় যেমন ঝাঁ চকচকে পথঘাট দেখা যায় ঠিক তেমনই। তাই না? (ছবি: তুষার ঘটক)
বিশ্বকাপে মাঠে আলো ছড়াচ্ছেন যাঁরা, রাতের অন্ধকারে তাঁরাই আলোকিত করছেন দোহার পথঘাট। (ছবি: তুষার ঘটক)
সোনালি রঙা এই বাটি থুড়ি লুসেইল স্টেডিয়ামেই হবে সোনালি কাপের ফাইনাল। (ছবি: তুষার ঘটক)
মরুদেশে এমন একটা ছবি না থাকলে হয়! দোহার দক্ষিণ-পশ্চিমে কাতারের সবচেয়ে বড় মরুভূমি। এখানে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখতে গিয়েই মালুম হবে পৃথিবীটা কত সুন্দর।(ছবি: তুষার ঘটক)