AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Heaven For Saree: শাড়ি পরতে ভালবাসেন? দেশের সেরা শাড়ির সন্ধান পাবেন কোথায়, দেখুন ছবিতে

শাড়ী হল ভারতীয় মহিলাদের জন্য় সবচেয়ে আকর্ষণীয় পোশাকগুলির মধ্য়ে প্রধান পছন্দ। বলতে গেলে ভারতের প্রধান পোশাক হিসেবে এই শাড়ির কদর কিন্তু বিদেশেও বেশ জনপ্রিয়। বহুযুগ ধরে চলে আসছে। বলা হয়, নয় গজের শাড়ি হল ভারতীয় মহিলাদের জন্য একটি অন্যতম পরিচয়।

| Edited By: | Updated on: Jan 11, 2022 | 12:43 AM
Share
আমাদের দেশে সব জায়গায়তেই বিভিন্ন ধরণের শাড়ি পাওয়া যায়। প্রায় দুই হাজার বছর আগে থেকেই শাড়ির পরার চল রয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও একমাত্র সেলাই ছাড়াই পোশাক এটি। বর্তমানে এর চাহিদা বিদেশেও প্রবল।

আমাদের দেশে সব জায়গায়তেই বিভিন্ন ধরণের শাড়ি পাওয়া যায়। প্রায় দুই হাজার বছর আগে থেকেই শাড়ির পরার চল রয়েছে। বিশ্বের অন্যতম প্রাচীন ও একমাত্র সেলাই ছাড়াই পোশাক এটি। বর্তমানে এর চাহিদা বিদেশেও প্রবল।

1 / 9
ভারতে প্রতিটি রাজ্যের বিভিন্ন ধরণের শাড়ি ধরণ রয়েছে। রয়েছে সেলাইয়ের বুনন, হাতের নকসা করার কাজ, শাড়ির ফেব্রিক ইত্যাদি। সারা দেশে ৭টি বিখ্যাত ও সেরা শাড়ি রয়েছে, যেগুলি কোথায় গেলে হাতের কাছেই পাবেন, তা জানুন...

ভারতে প্রতিটি রাজ্যের বিভিন্ন ধরণের শাড়ি ধরণ রয়েছে। রয়েছে সেলাইয়ের বুনন, হাতের নকসা করার কাজ, শাড়ির ফেব্রিক ইত্যাদি। সারা দেশে ৭টি বিখ্যাত ও সেরা শাড়ি রয়েছে, যেগুলি কোথায় গেলে হাতের কাছেই পাবেন, তা জানুন...

2 / 9
কলকাতা- ভারতের সংস্কৃতির রাজধানী। ঐতিহ্যবাহী বাংলার তাঁত শাড়ি সারা দেশ তো বটেই, বিশ্ববিখ্যাত। গরদের লাল-পেড়ে শাড়ি বাংলার অত্যন্ত প্রচলিত  শাড়ি। এছাড়া জামদানি, বালুচরী সিল্ক, সুতির তৈরির লিনেন, তাঁত শাড়ি বিখ্যাত। প্রতিটি শাড়ির রয়েছে নিজস্ব স্টাইল। মহাভারত, রামায়ণের প্রাচীন কাহিনি যেমন জায়গা পায়, তেমনি সিল্ক ও তাঁতের তৈরি শাড়ি মুগ্ধ করে সকলকে।

কলকাতা- ভারতের সংস্কৃতির রাজধানী। ঐতিহ্যবাহী বাংলার তাঁত শাড়ি সারা দেশ তো বটেই, বিশ্ববিখ্যাত। গরদের লাল-পেড়ে শাড়ি বাংলার অত্যন্ত প্রচলিত শাড়ি। এছাড়া জামদানি, বালুচরী সিল্ক, সুতির তৈরির লিনেন, তাঁত শাড়ি বিখ্যাত। প্রতিটি শাড়ির রয়েছে নিজস্ব স্টাইল। মহাভারত, রামায়ণের প্রাচীন কাহিনি যেমন জায়গা পায়, তেমনি সিল্ক ও তাঁতের তৈরি শাড়ি মুগ্ধ করে সকলকে।

3 / 9
বেনারস- বেনারসি শাড়ির উত্‍পত্তিস্থল। মুঘল আমল থেকে এই ধরনের ভারী ও হালকা নকসার শাড়ি বিশ্ববিখ্যাত। ঐতিহ্যবাহী এই শাড়ির সিল্কের বুনন প্রাচীন মহিমা ও ঐতিহ্য়কে বহন করে চলেছে। অনেকসময় এই অসাধারণ শাড়িতে সোনা ও রূপার সুতোর কাজ করা থাকে। অসাধারণ কোরিয়াল বেনারসি শাড়ি থেকে শুরু করে পশমিনা বেনারসি শাড়ি, সবটাই এখানে পাবেন।

বেনারস- বেনারসি শাড়ির উত্‍পত্তিস্থল। মুঘল আমল থেকে এই ধরনের ভারী ও হালকা নকসার শাড়ি বিশ্ববিখ্যাত। ঐতিহ্যবাহী এই শাড়ির সিল্কের বুনন প্রাচীন মহিমা ও ঐতিহ্য়কে বহন করে চলেছে। অনেকসময় এই অসাধারণ শাড়িতে সোনা ও রূপার সুতোর কাজ করা থাকে। অসাধারণ কোরিয়াল বেনারসি শাড়ি থেকে শুরু করে পশমিনা বেনারসি শাড়ি, সবটাই এখানে পাবেন।

4 / 9
হায়দরাবাদ- উন্নতমানের ও চোখ ধাঁধানো সিল্ক শাড়ি উত্‍পাদনের জন্য তেলেঙ্গনা বিখ্যাত। সূক্ষ্ম ও নিপুন নকসা-সহ হাতের কাজ সমগ্র জাতিসত্তা ও টেক্সচার আপনাকে মুগ্ধ করবে। বিয়ে, উত্‍সব বা যে কোনও অনুষ্ঠানের জন্য সিল্কের শাড়ি পাবেন এখানে। গাড়ওয়াল শাড়ি, পোচাপপল্লী শিল্ক, ধরমভরম সিল্ক শাড়ির খাঁটি সিল্ক ও হাতের কাজের জন্য আপনার ওয়্যাড্রোবে একটি পিস তো রাখবেনই রাখবেন।

হায়দরাবাদ- উন্নতমানের ও চোখ ধাঁধানো সিল্ক শাড়ি উত্‍পাদনের জন্য তেলেঙ্গনা বিখ্যাত। সূক্ষ্ম ও নিপুন নকসা-সহ হাতের কাজ সমগ্র জাতিসত্তা ও টেক্সচার আপনাকে মুগ্ধ করবে। বিয়ে, উত্‍সব বা যে কোনও অনুষ্ঠানের জন্য সিল্কের শাড়ি পাবেন এখানে। গাড়ওয়াল শাড়ি, পোচাপপল্লী শিল্ক, ধরমভরম সিল্ক শাড়ির খাঁটি সিল্ক ও হাতের কাজের জন্য আপনার ওয়্যাড্রোবে একটি পিস তো রাখবেনই রাখবেন।

5 / 9
অসম-  ঐতিহ্যবাহী অসম সিল্ক শাড়ি ও সিল্ক বুনন অসমের মূল্যবান সংস্কৃতি।  শুধুমাত্র অসম তিন ধরনের রেশম উত্পাদন করে: মুগা (এর স্থায়িত্ব এবং দীপ্তির জন্য পরিচিত), ইরি (এর স্থায়িত্ব, নরম গঠন এবং তাপীয় গুণাবলীর জন্য বিখ্যাত), এবং প্যাট (এর চকচকে মানের জন্য প্রিয়)। অসম পাট্টু শাড়ির বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী পিস অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল সূচিকর্ম এবং দুরন্ত নকসার জন্য বিখ্য়াত।

অসম- ঐতিহ্যবাহী অসম সিল্ক শাড়ি ও সিল্ক বুনন অসমের মূল্যবান সংস্কৃতি। শুধুমাত্র অসম তিন ধরনের রেশম উত্পাদন করে: মুগা (এর স্থায়িত্ব এবং দীপ্তির জন্য পরিচিত), ইরি (এর স্থায়িত্ব, নরম গঠন এবং তাপীয় গুণাবলীর জন্য বিখ্যাত), এবং প্যাট (এর চকচকে মানের জন্য প্রিয়)। অসম পাট্টু শাড়ির বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী পিস অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল সূচিকর্ম এবং দুরন্ত নকসার জন্য বিখ্য়াত।

6 / 9
কোটা- রাজস্থানের কোটা শহরের নামটি এসেছে কোটা ডোরিয়া থেকে। ভারতীয় সিল্ক ও কাপড় যেমন খাদি বিশ্বের সর্বাধিক জনপ্রিয়, কোটা শাড়ি হল ফ্যাশন জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের দারুণ দারুণ দেখতে জড়ির শাড়ি পাবেন, যা যে কোনও অনুষ্ঠানের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।

কোটা- রাজস্থানের কোটা শহরের নামটি এসেছে কোটা ডোরিয়া থেকে। ভারতীয় সিল্ক ও কাপড় যেমন খাদি বিশ্বের সর্বাধিক জনপ্রিয়, কোটা শাড়ি হল ফ্যাশন জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন ধরনের দারুণ দারুণ দেখতে জড়ির শাড়ি পাবেন, যা যে কোনও অনুষ্ঠানের সঙ্গে দারুণভাবে মানিয়ে যায়।

7 / 9
মহীশূর- দক্ষিণ ভারতীয় রাজকীয় ইতিহাসের সঙ্গে মহীশূর সিল্ক শাড়ির একটি অসামান্য ঐতিহ্য রয়েছে।  সিল্কের রাজকীয় রূপ  এবং নরম টেক্সচার এই ধরণের শাড়িকে ভারতীয় বধূদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ এবং উত্সবগুলিতে সুশোভিত শাড়ির জন্য মহীশূর সিল্ক শাড়ি বেছে নিতে পারেন।

মহীশূর- দক্ষিণ ভারতীয় রাজকীয় ইতিহাসের সঙ্গে মহীশূর সিল্ক শাড়ির একটি অসামান্য ঐতিহ্য রয়েছে। সিল্কের রাজকীয় রূপ এবং নরম টেক্সচার এই ধরণের শাড়িকে ভারতীয় বধূদের মধ্যে জনপ্রিয় করে তুলেছে। ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ এবং উত্সবগুলিতে সুশোভিত শাড়ির জন্য মহীশূর সিল্ক শাড়ি বেছে নিতে পারেন।

8 / 9
কাঞ্চিপুরম- উজ্জ্বল ও নজরকাড়া ও অত্যন্ত সুন্দর দেখতে ও নকসার জন্য বিশ্ববিখ্যাত এই শাড়িয এই এলাকার বেশিরভাগ গ্রামে অসংখ্য মন্দির  রয়েছে, নানা পৌরাণিক কাহিনি ও মূর্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে এই শাড়ির নকসাগুলি বোনা হয়। অত্য়ন্ত গ্ল্যামারাস লুকের জন্য এই চোখ ধাঁধানো উজ্জ্বল রঙ ও সোনালি রঙের সুতোর কাজ দেখলেই একটা নয়, ৩-৪টি শাড়ি কিনে নিতে ইচ্ছে করবে।

কাঞ্চিপুরম- উজ্জ্বল ও নজরকাড়া ও অত্যন্ত সুন্দর দেখতে ও নকসার জন্য বিশ্ববিখ্যাত এই শাড়িয এই এলাকার বেশিরভাগ গ্রামে অসংখ্য মন্দির রয়েছে, নানা পৌরাণিক কাহিনি ও মূর্তি দ্বারা অনুপ্রাণিত হয়ে এই শাড়ির নকসাগুলি বোনা হয়। অত্য়ন্ত গ্ল্যামারাস লুকের জন্য এই চোখ ধাঁধানো উজ্জ্বল রঙ ও সোনালি রঙের সুতোর কাজ দেখলেই একটা নয়, ৩-৪টি শাড়ি কিনে নিতে ইচ্ছে করবে।

9 / 9