Durga Puja 2021: কলকাতা ছাড়া দেশের আর কোথায় কোথায় দুর্গাপুজো হয়, জানা আছে?

বাঙালির প্রাণের উত্‍সব শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও দুর্গাপুজো বেশ ধুমধাম করে হয়ে থাকে। সত্যি বলতে এই শরতের আকাশে গোটা দেশ জুড়েই একটা উত্‍সবের আমেজ থাকে।

| Edited By: | Updated on: Oct 07, 2021 | 6:24 PM
কলকাতা, পশ্চিমবঙ্গ- কলকাতা দুর্গাপুজোর জন্যই বিখ্যাত। দেশের সেরা প্যান্ডেল, সেরা আলোর রোশনাই, চমৎকার বাঙালি খাবার চাখতে এই সময় একবার তিলোত্তমা শহরে যাওয়া চাই।

কলকাতা, পশ্চিমবঙ্গ- কলকাতা দুর্গাপুজোর জন্যই বিখ্যাত। দেশের সেরা প্যান্ডেল, সেরা আলোর রোশনাই, চমৎকার বাঙালি খাবার চাখতে এই সময় একবার তিলোত্তমা শহরে যাওয়া চাই।

1 / 6
কুল্লু, হিমাচল প্রদেশে- পশ্চিমবঙ্গ ও অসমের মতো এখানে প্যান্ডেল দেখতে পাবেন না, কিন্তু কুল্লু উপত্যকার ধলপুর ময়দানে দশেরার সময় রাবণ বধের উত্‍সবে বেশ ধুমধাম করে পালন করা হয়।

কুল্লু, হিমাচল প্রদেশে- পশ্চিমবঙ্গ ও অসমের মতো এখানে প্যান্ডেল দেখতে পাবেন না, কিন্তু কুল্লু উপত্যকার ধলপুর ময়দানে দশেরার সময় রাবণ বধের উত্‍সবে বেশ ধুমধাম করে পালন করা হয়।

2 / 6
মুম্বই, মহারাষ্ট্র- কয়েক বছর ধরে দুর্গাপূজা উপভোগ করার জন্য মুম্বাই অন্যতম শীর্ষস্থানীয় স্থান হয়ে উঠেছে। বাঙালিদের হাত ধরেই এই বাণিজ্যশহরে দুর্গাপুজো শুরু হয়। এখানে কলকাতার মতোই প্যান্ডেল করে উত্‍সব পালন করা হয়। এই চারদিনের পুজোয় প্যান্ডেল পরিদর্শন করার সময় বলি সেলেবদেরও দেখা মিলতে পারে।

মুম্বই, মহারাষ্ট্র- কয়েক বছর ধরে দুর্গাপূজা উপভোগ করার জন্য মুম্বাই অন্যতম শীর্ষস্থানীয় স্থান হয়ে উঠেছে। বাঙালিদের হাত ধরেই এই বাণিজ্যশহরে দুর্গাপুজো শুরু হয়। এখানে কলকাতার মতোই প্যান্ডেল করে উত্‍সব পালন করা হয়। এই চারদিনের পুজোয় প্যান্ডেল পরিদর্শন করার সময় বলি সেলেবদেরও দেখা মিলতে পারে।

3 / 6
বারাণসী, উত্তরপ্রদেশ- দশেরার সময় ধুমধাম করে পালন করা হলেও এই প্রাচীন শহরে দুর্গাপুজোর মাহাত্ম্য রয়েছে। বছরের এই সময় রাম, লক্ষণ, সীতা ও হনুমানের বেশে পোশাক পরে শোভামিছিল করতে দেখা যায়।

বারাণসী, উত্তরপ্রদেশ- দশেরার সময় ধুমধাম করে পালন করা হলেও এই প্রাচীন শহরে দুর্গাপুজোর মাহাত্ম্য রয়েছে। বছরের এই সময় রাম, লক্ষণ, সীতা ও হনুমানের বেশে পোশাক পরে শোভামিছিল করতে দেখা যায়।

4 / 6
দিল্লি- পুজোর এই চারদিন প্য়ান্ডেলগুলিতে ঠাকুর দেখার জন্য প্রচুর ভিড় হয়। প্যান্ডেলে বাঙালি খাবার চেখে দেখতে পারেন। দুর্গাপুজোর পাশাপাশি দশেরায় রাবণের কুশপুতুল পোড়ানো হয়।

দিল্লি- পুজোর এই চারদিন প্য়ান্ডেলগুলিতে ঠাকুর দেখার জন্য প্রচুর ভিড় হয়। প্যান্ডেলে বাঙালি খাবার চেখে দেখতে পারেন। দুর্গাপুজোর পাশাপাশি দশেরায় রাবণের কুশপুতুল পোড়ানো হয়।

5 / 6
গুয়াহাটি, অসম- কলকাতার মতো না হলেও এখানেও বেশ ধুমধাম করে দুর্গাপুজো করা হয়। সেরা প্যান্ডেল , সেরা প্রতিমা দেখার জন্য উত্তর-পূর্বের এই শহরে প্রচুর মানুষ ভিড় করেন।

গুয়াহাটি, অসম- কলকাতার মতো না হলেও এখানেও বেশ ধুমধাম করে দুর্গাপুজো করা হয়। সেরা প্যান্ডেল , সেরা প্রতিমা দেখার জন্য উত্তর-পূর্বের এই শহরে প্রচুর মানুষ ভিড় করেন।

6 / 6
Follow Us: