TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 07, 2023 | 7:50 AM
বিনিয়োগের উদ্দেশ্য- আপনার বিনিয়োগের জন্য বরাদ্দ অর্থ কত এবং কত টাকা অবধি বিনিয়োগের ঝুঁকি নিতে পারেন, তার উপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। লং টার্ম ও শর্ট টার্ম-উভয় মেয়াদেই বিনিয়োগ করা যেতে পারে। এছাড়া ডেবট ও হাইব্রিড মিউচুয়াল ফান্ডও বেছে নিতে পারেন।
খরচের হিসাব- আপনার মাসের খরচ কত, তার উপর নির্ভর করে মিউচুয়াল ফান্ড বেছে নেওয়া উচিত।
মিউচুয়াল ফান্ডের পারফর্ম্যান্স- যেকোনও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আগে একবার বাজার যাচাই করে দেখা উচিত যে কোন মিউচুয়াল ফান্ডের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা সবথেকে বেশি। ১ বছর, ৩ বছর , ৫ বছর , ১০ বছর- বিভিন্ন মেয়াদের মিউচুয়াল ফান্ড হয়। কোন খাতে টাকা রাখলে আপনি সবথেকে বেশি রিটার্ন পাবেন, তাও দেখে নেওয়া উচিত।
বিভিন্ন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন- বাজার বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট একটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করে, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত। এতে আর্থিক সুরক্ষা আরও বেশি নিশ্চিত হয়।
বিনিয়োগের ধরন- আপনি সক্রিয় ভাবে মিউচুয়াল ফান্ড ম্যানেজ করতে চান নাকি পরোক্ষে অ্যাকাউন্ট পরিচালন করতে চান, তার উপর নির্ভর করে বিনিয়োগের অঙ্ক স্থির করা উচিত।