১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ। দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি'ককের হাতে দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। জাতীয় দলে নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। ২০২২ আইপিএলে দারুণ ফর্মে ছিলেন। নিজের দেশের টি-২০ লিগেও ডি'কক ঝড় ওঠার অপেক্ষায়। (ছবি:টুইটার)
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার জেসন হোল্ডার। জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। টি-২০ ফরম্যাটে ক্যারিবিয়ান তারকাদের চাহিদা তুঙ্গে। ডানহাতি পেসার জেসন হোল্ডারের অলরাউন্ড ক্ষমতার দিকে তাকিয়ে ডারবান সুপার জায়ান্টস।(ছবি:টুইটার)
ওয়েস্ট ইন্ডিজের আরও এক অলরাউন্ডার কাইল মেয়ার্স রয়েছেন ডারবান সুপার জায়ান্টসে। ২০২১ সালে টেস্ট অভিষেকে দ্বিশতরান করে চমকে দিয়েছিলেন মেয়ার্স। ক্যারিবিয়ান টি-২০ লিগে খেলেছেন। এ বার দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগে খেলবেন।(ছবি:টুইটার)
ইংল্যান্ডের সীমিত ওভারের সিরিজে রিস টপলি বাঁ হাতি মিডিয়াম পেসার। ২০২৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের জার্সিতে অভিষেক হবে টপলির। দ্য হান্ড্রেড, বিগ ব্যাশ, পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে টপলির।(ছবি:টুইটার)
নিজের দেশের উইকেটকিপার ব্যাটার হেনরিখ ক্লাসেনকে দলে টেনেছে ডারবান। দক্ষিণ আফ্রিকাকে টি-২০ ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন। ক্লাসেনের ঝুলিতে রয়েছে আইপিএলের দুটি দলের হয়ে খেলার অভিজ্ঞতা। ২০২৩ মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন তিনি।(ছবি:টুইটার)
ভারতীয় বংশোদ্ভুত বোলিং অলরাউন্ডার কেশব মহারাজ দক্ষিণ আফ্রিকা দলের গুরুত্বপূর্ণ সদস্য। কেশব এ বার খেলবেন ডারবানের হয়ে। নিজের দিনে একাই দলকে জেতানোর ক্ষমতা রাখেন। (ছবি:টুইটার)
২২ বছরের বাঁ হাতি জোরে বোলার দিলশান মধুশঙ্কা অতীতে কোনও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেননি। ২০২২ সালে শ্রীলঙ্কার জাতীয় দলে অভিষেক। শ্রীলঙ্কা দলের ভবিষ্যৎ বলা হচ্ছে মধুশঙ্কাকে। বিরাট কোহলিকে আউট করার অভিজ্ঞতা রয়েছে শ্রীলঙ্কার মধুর। (ছবি:টুইটার)