যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য রয়েছে দারুণ খবর। রাজ্যেই সরকারি চাকরির দারুণ সুযোগ তৈরি হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হল রাজ্যে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকে রেজিস্ট্রারার পদে নিয়োগ করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যেই কলকাতাতে নিয়োগ করা হবে।
যাদের আইনের ডিগ্রি রয়েছে, তারা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষা, ব্যক্তিগত ইন্টারভিউ, মেডিক্যাল টেস্ট ও ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ।
এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল ১৭ ফেব্রুয়ারি ২০২৩।
কত টাকা বেতন দেওয়া হবে, তা জানানো হয়নি।
আর্মড ফোর্স ট্রাইবুনালের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের জন্য আর্মড ফোর্স ট্রাইবুনালের অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পূরণ করে আবেদন পত্র জমা দিতে হবে।