Plastic Recycle: চপ্পলে বন্দি প্লাস্টিক! ট্যাংরায় রি-সাইকেল প্লাস্টিক
TV9 Bangla Digital | Edited By: megha
Sep 13, 2021 | 5:26 PM
কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে পলিথিন এসে জড়ো হয় ট্যাংরা অঞ্চলে। এখানে রি-সাইকেল হয় সেই প্লাস্টিক। নবীকৃত হয়ে সেই প্লাস্টিক থেকে তৈরি হয় অনেক কিছু। দেখুন কীভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে তৈরি হচ্ছে ফ্লিপফ্লপ বা হাওয়াই চটি।
1 / 8
কলকাতার বিভিন্ন অঞ্চল থেকে পলিথিন এসে জড়ো হয় ট্যাংরা অঞ্চলে। এখানে রি-সাইকেল হয় সেই প্লাস্টিক।
2 / 8
নবীকৃত হয়ে সেই প্লাস্টিক থেকে তৈরি হয় অনেক কিছু। দেখুন কীভাবে প্লাস্টিক ক্যারিব্যাগ থেকে তৈরি হচ্ছে ফ্লিপফ্লপ বা হাওয়াই চটি।
3 / 8
ফেলে দেওয়া প্লাস্টিক থেকে তৈরি হচ্ছে এই চপ্পলগুলো। ফেলে দেওয়া প্লাস্টিকগুলো প্রক্রিয়াকরণ করে দেওয়া হয় চপ্পলের সোলের ভিতরে।
4 / 8
আর ওপরে দেওয়া হয় রবার। এর ফলে পলিথিনের সরাসরি স্পর্শ লাগে না পায়ের পাতায়। থাকে না বায়ো হ্যাজার্ডের ভয়।
5 / 8
বর্জ্য পলিথিন আর অব্যবহৃত পলিথিন পরিষ্কার করে ছোট-ছোট কুচি করে প্রায় গুঁড়ো করে ফেলা হয়। তারপর তার সঙ্গে রঙ এবং রাসায়নিক মেশানো হয়।
6 / 8
ওই মিশ্রণ একটি মণ্ডে পরিণত হয় এই যন্ত্রে। তাপ এবং রাসায়নিক বিক্রিয়ায় নরম হয়ে যায় মণ্ডটি।
7 / 8
মণ্ডটি এরপর একটি রোলারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়। পাতলা চাদরে পরিণত হয় ওই মণ্ড।
8 / 8
ওই প্লাস্টিকের চাদরের ওপরে এবং নীচে দেওয়া হয় একই মাপের রবারের চাদর। তারপর একটি যন্ত্রে ঢোকানো হয় স্তরীভূত পদার্থটি। এই যন্ত্রে হাওয়া এবং উত্তাপ পুরো রবারের পাতটিকে ফাঁপা এবং হালকা করে ফুলিয়ে দেয়।