ISL 2021-22: ছবিতে দেখুন আসন্ন আইএসএলের সূচি
সপ্তাহের শুরুর দিনই ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। আজ, সোমবার আসন্ন মরসুমের প্রথম এগারো রাউন্ডের সূচি ঘোষণা করল ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL)। আইএসএলের (ISL) ঢাকে কাঠি পড়তে চলেছে ১৯ নভেম্বর। ফের গোয়ায় ভারতীয় ফুটবলের মহাযজ্ঞে মেতে উঠবে ১১ টি দল। এক নজরে দেখে নিন আইএসএলের আসন্ন মরসুমের ক্রীড়াসূচি...