Modi Dives Into Arabian Sea: আরব সাগরের অতলে ডুব দিয়ে কৃষ্ণের শহরে মোদী! দেখুন

Feb 25, 2024 | 3:14 PM

PM Modi dives into Arabian Sea: মহাভারত-সহ একাধিক হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ পাওয়া যায় প্রাচীন শহর দ্বারকর। হিন্দুদের একাংশের বিশ্বাস, দ্বারকার শাসক ছিলেন কৃষ্ণ। বহু শতাব্দী আগে, গুজরাট উপকূলের কাছে সাগরের নীচে ডুবে গিয়েছিল এই প্রাচীন শহর। রবিবার, দ্বারকায় গিয়ে আরব সাগরের নীচে ডুব দিলেন প্রধানমন্ত্রী মোদী। সঙ্গে নিয়ে গেলেন একটি ময়ূরের পালক। ওই পালক দিয়েই প্রাচীন শহরে কৃষ্ণের পুজো দিলেন তিনি।

1 / 8
রবিবার (২৫ ফেব্রুয়ারি), গুজরাট উপকূলের কাছে আরব সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলের নীচে ডুবে যাওয়া প্রাচীন শহর দ্বারকায় গিয়ে কৃষ্ণের পুজো করলেন তিনি। মহাভারতের কাহিনিতে কৃষ্ণের সঙ্গে দ্বারকা শহরের যোগের কথা পাওয়া যায়।

রবিবার (২৫ ফেব্রুয়ারি), গুজরাট উপকূলের কাছে আরব সাগরে ডুব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলের নীচে ডুবে যাওয়া প্রাচীন শহর দ্বারকায় গিয়ে কৃষ্ণের পুজো করলেন তিনি। মহাভারতের কাহিনিতে কৃষ্ণের সঙ্গে দ্বারকা শহরের যোগের কথা পাওয়া যায়।

2 / 8
একসময় এটি একটি সমৃদ্ধ শহর ছিল বলে মনে করা হয়। কয়েক শতাব্দী আগে সমুদ্রের নীচে এই শহর ডুবে গিয়েছিল বলে মনে করা হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, এই কিংবদন্তি শহর শাসন করতেন কৃষ্ণ। তাঁর পৃথিবী থেকে বিদায়ের পরই শহরটি সমুদ্রের গ্রাসে চলে গিয়েছিল।

একসময় এটি একটি সমৃদ্ধ শহর ছিল বলে মনে করা হয়। কয়েক শতাব্দী আগে সমুদ্রের নীচে এই শহর ডুবে গিয়েছিল বলে মনে করা হয়। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী, এই কিংবদন্তি শহর শাসন করতেন কৃষ্ণ। তাঁর পৃথিবী থেকে বিদায়ের পরই শহরটি সমুদ্রের গ্রাসে চলে গিয়েছিল।

3 / 8
এদিন উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের বিশেষ পোশাক পরে, জলের নীচে থাকা দ্বারকা শহরের উদ্দেশে ডুব দেন প্রধানমন্ত্রী। প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন প্রধানমন্ত্রী।

এদিন উপকূল থেকে ২ নটিক্যাল মাইল দূরে স্কুবা ডাইভের বিশেষ পোশাক পরে, জলের নীচে থাকা দ্বারকা শহরের উদ্দেশে ডুব দেন প্রধানমন্ত্রী। প্রাচীন এই শহরে গিয়ে কৃষ্ণকে ময়ূরের পালকের নৈবেদ্য দেন প্রধানমন্ত্রী।

4 / 8
সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "জলের নীচে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। যেন এক আধ্যাত্মিক মহিমায় ভরপুর এবং ভক্তিময় এক প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন, এটাই কামনা করি।"

সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "জলের নীচে নিমজ্জিত দ্বারকা শহরে প্রার্থনা করা একটি ঐশ্বরিক অভিজ্ঞতা। যেন এক আধ্যাত্মিক মহিমায় ভরপুর এবং ভক্তিময় এক প্রাচীন যুগে ফিরে গিয়েছিলাম। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে আশীর্বাদ করুন, এটাই কামনা করি।"

5 / 8
তিনি আরও বলেছেন, সমুদ্রের গভীরে তিনি দেবত্বকে অনুভব করেছেন। দ্বারকাধীশকে প্রণাম করেছেন। কৃষ্ণের পায়ের একটি ময়ূরের পালক রেখে এসেছেন। তিনি জানিয়েছেন, সবসময়ই জলের নীচে ডুবে থাকা এই কিংবদন্তি শহরে যেতে চেয়েছিলেন তিনি। প্রাচীন দ্বারকা শহরের অবশিষ্টাংশকে দেখতে চেয়েছিলেন। সেই আকাঙ্খা পূর্ণ হওয়ায় আজ তিনি আবেগে জড়জড়।

তিনি আরও বলেছেন, সমুদ্রের গভীরে তিনি দেবত্বকে অনুভব করেছেন। দ্বারকাধীশকে প্রণাম করেছেন। কৃষ্ণের পায়ের একটি ময়ূরের পালক রেখে এসেছেন। তিনি জানিয়েছেন, সবসময়ই জলের নীচে ডুবে থাকা এই কিংবদন্তি শহরে যেতে চেয়েছিলেন তিনি। প্রাচীন দ্বারকা শহরের অবশিষ্টাংশকে দেখতে চেয়েছিলেন। সেই আকাঙ্খা পূর্ণ হওয়ায় আজ তিনি আবেগে জড়জড়।

6 / 8
তার আগে দ্বারকায় বেইত মন্দিরেও পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেইতের দ্বারকাধীশ মন্দিরে তাঁকে প্রার্থনা করতে দেখা যায়। মন্দির পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

তার আগে দ্বারকায় বেইত মন্দিরেও পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেইতের দ্বারকাধীশ মন্দিরে তাঁকে প্রার্থনা করতে দেখা যায়। মন্দির পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

7 / 8
এদিন দ্বারকায় ভারতের দীর্ঘতম তারের সেতু, সুদর্শন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ওখার মূল ভূখণ্ডের সঙ্গে বেইত দ্বীপকে সংযুক্ত করছে এই সেতু। এই সেতুর দৈর্ঘ প্রায় ২.৩২ কিলোমিটার।

এদিন দ্বারকায় ভারতের দীর্ঘতম তারের সেতু, সুদর্শন সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদী। ওখার মূল ভূখণ্ডের সঙ্গে বেইত দ্বীপকে সংযুক্ত করছে এই সেতু। এই সেতুর দৈর্ঘ প্রায় ২.৩২ কিলোমিটার।

8 / 8
রবিবার গুজরাটে আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে, কচ্ছের বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, মুন্দ্রা-পানিপত অপরিশোধিত তেল পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভদোদরায় নতুন কার্ডিওলজি হাসপাতাল এবং রাজকোট-সুরেন্দ্রনগর রেললাইনের প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প।

রবিবার গুজরাটে আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে, কচ্ছের বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, মুন্দ্রা-পানিপত অপরিশোধিত তেল পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভদোদরায় নতুন কার্ডিওলজি হাসপাতাল এবং রাজকোট-সুরেন্দ্রনগর রেললাইনের প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্প।

Next Photo Gallery