Modi In Uttarakhand: উত্তরাখণ্ডে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন পুননির্মিত শঙ্করাচার্যের সমাধি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 05, 2021 | 3:11 PM

Narendra Modi, কেদারনাথ মন্দিরে আদি গুরুর নবনির্মিত সমাধির ওপর গুরু শঙ্করাকচার্যের ১২ ফুট লম্বা একটি মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী

1 / 5
দেরাদুন: ভোটমুখী উত্তরখণ্ড সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেবভূমে, একাধিক নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পাশাপাশি প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডরও অন্যতম। ছবি: ফাইল চিত্র

দেরাদুন: ভোটমুখী উত্তরখণ্ড সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দেবভূমে, একাধিক নতুন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই পাশাপাশি প্রায় ১৮ হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরমধ্যে দিল্লি দেরাদুন ইকোনমিক করিডরও অন্যতম। ছবি: ফাইল চিত্র

2 / 5
কেদারনাথ মন্দিরে আদি গুরুর নবনির্মিত সমাধির ওপর গুরু শঙ্করাকচার্যের ১২ ফুট লম্বা একটি মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে সেখানে বিপুল সংখ্যায় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। মূর্তি উদ্বোধনের পর তাঁর নিচে বেশ কিছুক্ষণ বসেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই কেদারপুরির পুননির্মাণের কাজ খতিয়ে দেখেন। তিনি জানান, এই বৃহৎ মূর্তির নিচে বসে তাঁর এতটাই ভাল লাগছিল যা তিনি অনুভব করছিলেন সেটা সম্পর্কে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। ছবি: এএনআই

কেদারনাথ মন্দিরে আদি গুরুর নবনির্মিত সমাধির ওপর গুরু শঙ্করাকচার্যের ১২ ফুট লম্বা একটি মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে সেখানে বিপুল সংখ্যায় উপস্থিত সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী মোদী। মূর্তি উদ্বোধনের পর তাঁর নিচে বেশ কিছুক্ষণ বসেছিলেন প্রধানমন্ত্রী। তারপরেই কেদারপুরির পুননির্মাণের কাজ খতিয়ে দেখেন। তিনি জানান, এই বৃহৎ মূর্তির নিচে বসে তাঁর এতটাই ভাল লাগছিল যা তিনি অনুভব করছিলেন সেটা সম্পর্কে কী বলবেন বুঝে উঠতে পারছিলেন না। ছবি: এএনআই

3 / 5
মোদী বলেন "জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয় যা ভাষায় বর্ণনা করা যায় না।" আজ সেখানে সমবেত জনতার উদ্দেশে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশক উত্তরাখণ্ডকে  বদলে দিয়েছে সমতলের পাহাড়ের যোগাযোগে উন্নতিতে দ্রুত গতিতে কাজ চলছে। আগামী কয়েক বছরে পাহাড়ে বসবাসকারী মানুষদের আর কোথাও যেতে হবে না।  ছবি: এএনআই

মোদী বলেন "জীবনে এমন কিছু অভিজ্ঞতা হয় যা ভাষায় বর্ণনা করা যায় না।" আজ সেখানে সমবেত জনতার উদ্দেশে বক্তব্যও রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই দশক উত্তরাখণ্ডকে বদলে দিয়েছে সমতলের পাহাড়ের যোগাযোগে উন্নতিতে দ্রুত গতিতে কাজ চলছে। আগামী কয়েক বছরে পাহাড়ে বসবাসকারী মানুষদের আর কোথাও যেতে হবে না। ছবি: এএনআই

4 / 5
সকালেই দেরাদুন হয়ে কেদারনাথে আসেন নরেন্দ্র মোদী। সেখানে এসেই প্রথমেই কেদারনাথ মন্দিরে পুজো দেন মোদী এবং বেশ কিছুটা সময় তিনি সেখানে প্রার্থনা করেন। তারপর পায়ে হেঁটে মন্দিরের পিছনে "ভীম শিলা" পরিদর্শন করেন। ২০১৩ সালের জুনের বন্যার সময় বিশাল পাথরটি পাহাড়ের নিচে গড়িয়ে পড়েছিল এবং মন্দিরে ঠিক পিছনে এটি গিয়ে অবস্থান করেছিল। মনে করা এই শিলাই মন্দিরটিকে রক্ষা করেছিল। ছবি: এএনআই

সকালেই দেরাদুন হয়ে কেদারনাথে আসেন নরেন্দ্র মোদী। সেখানে এসেই প্রথমেই কেদারনাথ মন্দিরে পুজো দেন মোদী এবং বেশ কিছুটা সময় তিনি সেখানে প্রার্থনা করেন। তারপর পায়ে হেঁটে মন্দিরের পিছনে "ভীম শিলা" পরিদর্শন করেন। ২০১৩ সালের জুনের বন্যার সময় বিশাল পাথরটি পাহাড়ের নিচে গড়িয়ে পড়েছিল এবং মন্দিরে ঠিক পিছনে এটি গিয়ে অবস্থান করেছিল। মনে করা এই শিলাই মন্দিরটিকে রক্ষা করেছিল। ছবি: এএনআই

5 / 5
স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন আর তাঁতে রাজনীতি ছোঁয়া থাকবেনা এমনটা হওয়া অস্বাভাবিক। তাই প্রধানমন্ত্রীর এই কেদারনাথ সফরেও লেগেছে রাজনৈতিক রঙ। অনেকের মতে আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশের (UP assembly Election) সঙ্গে উত্তরাখণ্ডেও বিধানসভা নির্বাচন। তাই এই সফরের মাধ্যম পরোক্ষভাবে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চান নরেন্দ্র মোদী। ছবি: এএনআই

স্বয়ং প্রধানমন্ত্রী এসেছেন আর তাঁতে রাজনীতি ছোঁয়া থাকবেনা এমনটা হওয়া অস্বাভাবিক। তাই প্রধানমন্ত্রীর এই কেদারনাথ সফরেও লেগেছে রাজনৈতিক রঙ। অনেকের মতে আগামী বছরের শুরুতেই উত্তর প্রদেশের (UP assembly Election) সঙ্গে উত্তরাখণ্ডেও বিধানসভা নির্বাচন। তাই এই সফরের মাধ্যম পরোক্ষভাবে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিতে চান নরেন্দ্র মোদী। ছবি: এএনআই

Next Photo Gallery