Mumbai Metro: ‘ডবল ইঞ্জিনে’র জোরে উন্নয়নের ট্র্যাকে মুম্বই, প্রধানমন্ত্রীর হাতে যাত্রা শুরুর অপেক্ষায় নয়া দুই মেট্রো লাইন
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী
Jan 17, 2023 | 9:33 PM
PM Modi to inaugurate Mumbai Metro Rail Lines 2A and 7: শুক্রবার (২০ জানুয়ারি) গুন্দাবলি মেট্রো স্টেশনে মুম্বই মেট্রো লাইনের নতুন দুটি লাইন - লাইন ২এ এবং লাইন ৭-এর দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
1 / 10
শুক্রবার (২০ জানুয়ারি) গুন্দাবলি মেট্রো স্টেশনে মুম্বই মেট্রো লাইনের নতুন দুটি লাইন - লাইন ২এ এবং লাইন ৭-এর দ্বিতীয় পর্বের যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2 / 10
এই পর্যায়ের নির্মাণের আনুমানিক খরচ হয়েছে প্রায় ১২,৬০০ কোটি টাকা।
3 / 10
এই দুই মেট্রো লাইন চালু হলে মুম্বইকররা দারুণ উপকৃত হবেন। এই দুই মেট্রো লাইন, মুম্বইয়ের দুটি প্রধান রাস্তা - লিঙ্ক রোড এবং ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যানজট অনেক কমিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
4 / 10
মেট্রো লাইন ২এ (হলুদ লাইন) আন্ধেরি পশ্চিমের দহিসার পূর্ব এবং ডিএন নগরকে সংযুক্ত করবে। এই পথের দৈর্ঘ প্রায় ১৮.৬ কিলোমিটার। এর মধ্যে দ্বিতীয় পর্বে প্রায় ৯ কিলোমিটার রাস্তা বাড়ানো হয়েছে। মাঝে পড়বে মোট ৮টি স্টেশন।
5 / 10
অন্যদিকে মেট্রো লাইন ৭ আন্ধেরি পূর্বের সঙ্গে দহিসার পূর্বকে সংযুক্ত করবে। দ্বিতীয় পর্বে এই লাইন গোরেগাঁও পূর্ব থেকে গুন্দাবলি পর্যন্ত প্রায় ৫.২ কিলোমিটার পর্যন্ত প্রসারিত করা হয়েছে। মাঝে পড়বে চারটি স্টেশন। সব মিলিয় এই লাইনের দৈর্ঘ হচ্ছে প্রায় ১৬.৫ কিলোমিটার। গুন্দাবলিতে একটি নতুন ইন্টারচেঞ্জ স্টেশন তৈরি করা হয়েছে।
6 / 10
দুটি মেট্রো লাইনই ২০ জানুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। লাইন ২এ-তে প্রথম মেট্রোটি আন্ধেরি পশ্চিম স্টেশন থেকে সকাল ৬টায় ছাড়বে। শেষ ট্রেনটি রওনা দেবে রাত ৯টা বেজে ২৪ মিনিটে।
7 / 10
লাইন ৭-এ প্রথম মেট্রো ট্রেনটি গুন্ডাবলি স্টেশন থেকে সকাল ৫টা বেজে ৫৫ মিনিটে ছাড়বে। শেষটি যাবে রাত ৯টা বেজে ২৪ মিনিটে।
8 / 10
দুই লাইনেই টিকিটের ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৩ কিলোমিটারের পর থেকে টিকিটের জন্য অতিরিক্ত ভাড়া লাগবে।
9 / 10
দুটি মেট্রো লাইন মিলিয়ে প্রতিদিন তিন থেকে চার লক্ষ যাত্রী যাতায়াত করবেন বলে আশা করা হচ্ছে। এর ফলে লিংক রোড এবং ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে থেকে যানবাহনের ভিড় এবং লোকাল ট্রেনগুলিতে জনতার ভিড় অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।
10 / 10
এই মেট্রো ট্রেনগুলি ভারতেই তৈরি করা হয়েছে। ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই এই লাইনগুলি তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।