PM Modi: জি ২০ সামিট এবং জলবায়ু সম্মলনে যোগ দিতে ইতালি ও ব্রিটেন সফরে প্রধানমন্ত্রী মোদী

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 24, 2021 | 7:09 PM

PM Modi, G 20 Summit, জি ২০ সদস্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য আমন্ত্রিত দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলির রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানরাও এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

1 / 5
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ছবি)

2 / 5
উত্তরাখণ্ডে জনসভা করবেন মোদী (ফাইল ছবি)

উত্তরাখণ্ডে জনসভা করবেন মোদী (ফাইল ছবি)

3 / 5
বিশ্বের প্রধান অর্থনীতির দেশ গুলিকে নিয়ে গঠিত জি ২০ ঐক্যমত তৈরির  একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রপুঞ্জ (United Nations) ও অন্যান্য সংগঠন গুলির মধ্যেই আফগানিস্তানে মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে জি ২০ গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে।  ২০২৩ সালে প্রথম বারের জন্য ভারতে জি ২০ সম্মেলন আয়োজিত হবে।

বিশ্বের প্রধান অর্থনীতির দেশ গুলিকে নিয়ে গঠিত জি ২০ ঐক্যমত তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। রাষ্ট্রপুঞ্জ (United Nations) ও অন্যান্য সংগঠন গুলির মধ্যেই আফগানিস্তানে মানবতার লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে জি ২০ গুরুত্তপূর্ণ ভূমিকা পালন করবে। ২০২৩ সালে প্রথম বারের জন্য ভারতে জি ২০ সম্মেলন আয়োজিত হবে।

4 / 5
ইতালির সভাপতিত্বে আসন্ন সম্মলনে করোনা মহামারি থেকে স্বাভাবিকতায় ফিরে আসা, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থারে শক্তিশালী করা, অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, শক্তি রূপান্তর এবং খাদ্য সুরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ইতালির প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একান্তে বৈঠক করবেন মোদী।আফগানিস্তানের (Afghanistan) মসনদে তালিবান (Taliban) বসার পর থেকে যুদ্ধ বিদ্ধস্ত দেশের নানা ইস্যুতে হওয়া এই সম্মেলন আন্তর্জাতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ।

ইতালির সভাপতিত্বে আসন্ন সম্মলনে করোনা মহামারি থেকে স্বাভাবিকতায় ফিরে আসা, বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থারে শক্তিশালী করা, অর্থনৈতিক সংস্কার, জলবায়ু পরিবর্তন, শক্তি রূপান্তর এবং খাদ্য সুরক্ষার মত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। ইতালির প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে একান্তে বৈঠক করবেন মোদী।আফগানিস্তানের (Afghanistan) মসনদে তালিবান (Taliban) বসার পর থেকে যুদ্ধ বিদ্ধস্ত দেশের নানা ইস্যুতে হওয়া এই সম্মেলন আন্তর্জাতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ।

5 / 5
এরপরেই, গ্লাসগোতে (Glasgow) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের (Borris Johnson) আমন্ত্রণে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ( United Nations Framework Convention on Climate Change ) শীর্ষক সম্মলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহেও এই সম্মেলন ভীষণ গুরুত্বপূর্ণ।

এরপরেই, গ্লাসগোতে (Glasgow) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের (Borris Johnson) আমন্ত্রণে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ( United Nations Framework Convention on Climate Change ) শীর্ষক সম্মলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা আবহেও এই সম্মেলন ভীষণ গুরুত্বপূর্ণ।

Next Photo Gallery