Bundelkhand Expressway: ডবল ইঞ্জিনের সুফল, শনিবার মোদীর হাতে উদ্বোধন যোগী রাজ্যের চতুর্থ এক্সপ্রেসওয়ের, রইল ছবি

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Jul 15, 2022 | 10:11 PM

Bundelkhand Expressway: আগামিকাল উদ্বোধন বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের, থাকবেন প্রধানমন্ত্রী

1 / 5
শনিবার, ১৬ জুলাই উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে হিসেবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নব নির্মিত এক্সপ্রেসওয়ের একাধিক ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

শনিবার, ১৬ জুলাই উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে হিসেবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নব নির্মিত এক্সপ্রেসওয়ের একাধিক ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

2 / 5
২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের মুকুটে এক নতুন পালক। এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে 'অনুন্নত' বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকুট সহজেই ইটাওয়া লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের মুকুটে এক নতুন পালক। এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে 'অনুন্নত' বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকুট সহজেই ইটাওয়া লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

3 / 5
৪ লেনের এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে মোট ১৪ হাজার ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে ৬ লেনেও পরিবর্তন করা যাবে। এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহোবা, বান্দা এবং হামিরপুরের মতো ৬ টি জেলাকে সংযুক্ত করবে। বুন্দেলখণ্ডের চিত্রকুট জেলার ভরতকুট এলাকার কাছে গোন্ডা গ্রামে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

৪ লেনের এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে মোট ১৪ হাজার ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে ৬ লেনেও পরিবর্তন করা যাবে। এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহোবা, বান্দা এবং হামিরপুরের মতো ৬ টি জেলাকে সংযুক্ত করবে। বুন্দেলখণ্ডের চিত্রকুট জেলার ভরতকুট এলাকার কাছে গোন্ডা গ্রামে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

4 / 5
সরকার জানিয়েছে, এটি উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে প্রোজেক্ট। মোট সময়সীমার ৮ মাস আগেই এটির কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে ২৮ মাস সময় লেগেছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন মোদী। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

সরকার জানিয়েছে, এটি উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে প্রোজেক্ট। মোট সময়সীমার ৮ মাস আগেই এটির কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে ২৮ মাস সময় লেগেছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন মোদী। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

5 / 5
কাইঠেরি গ্রামের ওরাই থেকে শনিবার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

কাইঠেরি গ্রামের ওরাই থেকে শনিবার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক

Next Photo Gallery