TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে
Jul 15, 2022 | 10:11 PM
শনিবার, ১৬ জুলাই উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে হিসেবে বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নব নির্মিত এক্সপ্রেসওয়ের একাধিক ছবি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক
২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে উত্তর প্রদেশের মুকুটে এক নতুন পালক। এই এক্সপ্রেসওয়ে উদ্বোধনের ফলে 'অনুন্নত' বুন্দেলখণ্ড অঞ্চলের চিত্রকুট সহজেই ইটাওয়া লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক
৪ লেনের এই এক্সপ্রেসওয়েটি তৈরি করতে মোট ১৪ হাজার ৮৫০ কোটি টাকা খরচ হয়েছে। পরবর্তীকালে এই এক্সপ্রেসওয়েকে ৬ লেনেও পরিবর্তন করা যাবে। এই এক্সপ্রেসওয়ে ইটাওয়া, আউরাইয়া, জালাউন, মাহোবা, বান্দা এবং হামিরপুরের মতো ৬ টি জেলাকে সংযুক্ত করবে। বুন্দেলখণ্ডের চিত্রকুট জেলার ভরতকুট এলাকার কাছে গোন্ডা গ্রামে শেষ হবে এই এক্সপ্রেসওয়ে। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক
সরকার জানিয়েছে, এটি উত্তর প্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়ে প্রোজেক্ট। মোট সময়সীমার ৮ মাস আগেই এটির কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে এই এক্সপ্রেসওয়ে তৈরি করতে ২৮ মাস সময় লেগেছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন মোদী। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক
কাইঠেরি গ্রামের ওরাই থেকে শনিবার এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ছাড়াও রাজ্যের অন্যান্য মন্ত্রীরা উপস্থিত থাকবেন। ছবি: নরেন্দ্র মোদীর ফেসবুক