Bangla News Photo gallery PM Narendra Modi to Lay Foundation Stone of redevelopment of 508 railway stations across the country on 6th August
Redevelopment of Railway Station: নতুন মোড়কে সেজে উঠছে ৫০৮টি রেল স্টেশন, কেমন হবে সেই সজ্জা, ছবিতে দেখুন
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Aug 04, 2023 | 5:35 PM
PM Narendra Modi: দেশের মোট ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ৫০৮টি স্টেশনকে নবরূপে সাজিয়ে তোলা হবে। এরমধ্যে উত্তর প্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে।
1 / 9
সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়েছে দেশের রেল ব্যবস্থা। যাত্রী সুবিধার কথা মাথায় রেখে, যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন রূপে সেজে উঠছে দেশের রেলওয়ে স্টেশনগুলিও।
2 / 9
আগামী ৬ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দেশের ৫০৮টি রেলওয়ে স্টেশনকে নবরূপীকরণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
3 / 9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবরই বিশ্বমানের পরিবহণ ব্যবস্থার উপরে জোর দিয়েছেন। আর দেশের সবথেকে বড় ও নির্ভরশীল পরিবহণ ব্যবস্থা হল রেলওয়ে। সেই কারণেই তিনি রেলওয়ে স্টেশনগুলিতে বিশ্বমানের আধুনিক পরিষেবা দেওয়ার কথা বলেছেন। এই চিন্তাধারা থেকেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে দেশের ১৩০৯টি রেলস্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
4 / 9
এই প্রকল্পের প্রথম ধাপে ৫০৮টি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এই স্টেশনগুলিকে নতুনরূপে সাজিয়ে তুলতে খরচ হবে ২৪ হাজার ৪৭০ কোটি টাকারও বেশি। স্টেশনগুলিকে সিটি সেন্টারে পরিণত করার মাস্টার প্ল্যান ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে।
5 / 9
দেশের মোট ২৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ৫০৮টি স্টেশনকে নবরূপে সাজিয়ে তোলা হবে। এরমধ্যে উত্তর প্রদেশ ও রাজস্থানের ৫৫টি করে স্টেশনকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে।
6 / 9
পাশাপাশি বিহারের ৪৯টি স্টেশন, মহারাষ্ট্রের ৪৪টি স্টেশন, পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন, মধ্য় প্রদেশের ৩৪টি স্টেশন, অসমের ৩২ টি স্টেশন, ওড়িশার ২৫টি স্টেশন রয়েছে।
7 / 9
পঞ্জাবের ২২টি স্টেশন, গুজরাট ও তেলঙ্গানার ২১টি স্টেশন, ঝাড়খণ্ডের ২০ টি স্টেশন, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর ১৮টি করে স্টেশন, হরিয়ানার ১৫টি স্টেশন ও কর্নাটকের ১৩টি স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলা হবে।
8 / 9
রেল স্টেশনগুলির সংস্কারের ফলে একদিকে যাত্রীরা যেমন আধুনিক পরিষেবার সুযোগ-সুবিধা পাবেন, তেমনই ট্রাফিক চলাচলের সুবিধার জন্য সুষ্ঠ পরিকল্পনা, যাত্রীদের সুবিধার জন্য সাইনের ব্যবস্থা করা হবে।
9 / 9
স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্য় থেকে অনুপ্রাণিত হয়েই স্টেশনগুলিকে সাজিয়ে তোলা হবে।