PM Modi in Kaziranga Forest: প্রথমবার কাজিরাঙায় সাফারি প্রধানমন্ত্রীর, কী কী করলেন জঙ্গলে ঘুরতে গিয়ে?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 09, 2024 | 12:52 PM

Elephant Safari: প্রধানমন্ত্রী কথা বলেন বন দুর্গাদের সঙ্গেও। জঙ্গলের মহিলা রক্ষীরা কীভাবে রাতদিন জঙ্গল পাহারা দিচ্ছেন, তা শোনেন নমো। কীভাবে জঙ্গল সংরক্ষণ করা হচ্ছে, জানতে চান।

1 / 9
পরনে ক্যামোফ্লাজ বা জংলি প্রিন্টের জামা, তার উপরে ধূসর রঙের ভেস্ট, চোখে সানগ্লাস, মাথায় টুপি। সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

পরনে ক্যামোফ্লাজ বা জংলি প্রিন্টের জামা, তার উপরে ধূসর রঙের ভেস্ট, চোখে সানগ্লাস, মাথায় টুপি। সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

2 / 9
শনিবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জঙ্গল সাফারিতে যান। হাতে ক্যামেরা নিয়ে তাঁকে ফোটোগ্রাফারের ভূমিকায় দেখা যায়।

শনিবার অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি জঙ্গল সাফারিতে যান। হাতে ক্যামেরা নিয়ে তাঁকে ফোটোগ্রাফারের ভূমিকায় দেখা যায়।

3 / 9
হাতির পিঠে চেপে জঙ্গলের কাজিরাঙায় সেন্ট্রাল কোহোরা রেঞ্জে কোর এলাকাও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী।

হাতির পিঠে চেপে জঙ্গলের কাজিরাঙায় সেন্ট্রাল কোহোরা রেঞ্জে কোর এলাকাও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী মোদী।

4 / 9
শুধু হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি নয়, হাতি ও মাহুতদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

শুধু হাতির পিঠে চড়ে জঙ্গল সাফারি নয়, হাতি ও মাহুতদের সঙ্গে ছবিও তোলেন প্রধানমন্ত্রী।

5 / 9
নিজের হাতে আখ খাওয়ান লাখিমাই, প্রদ্যুন্ম ও ফুলমাই নামের তিন হাতিকে।

নিজের হাতে আখ খাওয়ান লাখিমাই, প্রদ্যুন্ম ও ফুলমাই নামের তিন হাতিকে।

6 / 9
প্রধানমন্ত্রী কথা বলেন বন দুর্গাদের সঙ্গেও। জঙ্গলের মহিলা রক্ষীরা কীভাবে রাতদিন জঙ্গল পাহারা  দিচ্ছেন, তা শোনেন নমো। কীভাবে জঙ্গল সংরক্ষণ করা হচ্ছে, জানতে চান।

প্রধানমন্ত্রী কথা বলেন বন দুর্গাদের সঙ্গেও। জঙ্গলের মহিলা রক্ষীরা কীভাবে রাতদিন জঙ্গল পাহারা দিচ্ছেন, তা শোনেন নমো। কীভাবে জঙ্গল সংরক্ষণ করা হচ্ছে, জানতে চান।

7 / 9
প্রসঙ্গত, এটাই প্রথম প্রধানমন্ত্রীর কাজিরাঙা সফর ছিল। ইউনেসকো হেরিটেজ সাইট এটি।

প্রসঙ্গত, এটাই প্রথম প্রধানমন্ত্রীর কাজিরাঙা সফর ছিল। ইউনেসকো হেরিটেজ সাইট এটি।

8 / 9
প্রধানমন্ত্রী মোদী সকলকেই কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘুরতে আসার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী সকলকেই কাজিরাঙা জাতীয় উদ্যানে ঘুরতে আসার আহ্বান জানিয়েছেন।

9 / 9
এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। এছাড়া এখানে হাতি, বুনো মোষ, হরিণ ও বাঘও দেখতে পাওয়া যায়।

এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙা। এছাড়া এখানে হাতি, বুনো মোষ, হরিণ ও বাঘও দেখতে পাওয়া যায়।

Next Photo Gallery