PM Narendra Modi: সারপ্রাইজ ভিজিট! রবিবার রাতে নতুন সংসদ ভবনের কাজ দেখতে হাজির মোদী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Sep 26, 2021 | 11:18 PM

Photo Gallery: ৬৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের উপর তৈরি এই সংসদ ভবন কেবল বাইরে থেকেই নতুন নয়, ভিতরটিও সম্পূর্ণভাবে নতুন রূপে সাজিয়ে তোলা হবে।

1 / 5
আমেরিকা থেকে ফিরে একটা মুহূর্তের বিশ্রাম নয়। রবিবার দিনভর একের পর এক কর্মসূচিতে ব্যস্ত রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাতে আচমকাই তিনি পৌঁছে যান সেন্ট্রাল ভিস্তা নির্মাণ সাইটে। নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে যেখানে। পরণে সাদা কুর্তা-চোস্ত পায়জামা। মাথায় সেফটি হেলমেট। ঘুরে দেখেন কাজ কোন পথে এগোচ্ছে।

আমেরিকা থেকে ফিরে একটা মুহূর্তের বিশ্রাম নয়। রবিবার দিনভর একের পর এক কর্মসূচিতে ব্যস্ত রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাতে আচমকাই তিনি পৌঁছে যান সেন্ট্রাল ভিস্তা নির্মাণ সাইটে। নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে যেখানে। পরণে সাদা কুর্তা-চোস্ত পায়জামা। মাথায় সেফটি হেলমেট। ঘুরে দেখেন কাজ কোন পথে এগোচ্ছে।

2 / 5
৬৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের উপর তৈরি এই সংসদ ভবন কেবল বাইরে থেকেই নতুন নয়, ভিতরটিও সম্পূর্ণভাবে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী, স্মার্ট ডিসপ্লে, বায়োমেট্রিক সহ গ্রাফিক্যাল ইন্টারফেস, ডিজিটাল ভাষা অনুবাদক ও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও স্পীকারের নিয়ন্ত্রাণাধীন মাইক্রোফোনের ব্যবস্থাও থাকবে। সংসদ ভবনটি তৈরি করতে খরচ হবে ৯৭০ কোটি টাকা।

৬৪ হাজার ৫০০ বর্গ কিলোমিটারের উপর তৈরি এই সংসদ ভবন কেবল বাইরে থেকেই নতুন নয়, ভিতরটিও সম্পূর্ণভাবে নতুন রূপে সাজিয়ে তোলা হবে। পরিকল্পনা অনুযায়ী, স্মার্ট ডিসপ্লে, বায়োমেট্রিক সহ গ্রাফিক্যাল ইন্টারফেস, ডিজিটাল ভাষা অনুবাদক ও রেকর্ডিংয়ের ব্যবস্থা থাকবে। এছাড়াও স্পীকারের নিয়ন্ত্রাণাধীন মাইক্রোফোনের ব্যবস্থাও থাকবে। সংসদ ভবনটি তৈরি করতে খরচ হবে ৯৭০ কোটি টাকা।

3 / 5
সংসদ ভবনের পাশাপাশি একটি সাধারণ সচিবালয়, প্রধানমন্ত্রী নতুন বাসভবন ও দফতর এবং রাজপথ থেকে রাষ্ট্রপতি ভবন অবধি তিন কিলোমিটার রাস্তা পুনর্গঠন করা হবে। পুরনো সংসদ ভবনটিকে সংস্কার করে রূপান্তরিত করা হবে সংগ্রহশালায়।

সংসদ ভবনের পাশাপাশি একটি সাধারণ সচিবালয়, প্রধানমন্ত্রী নতুন বাসভবন ও দফতর এবং রাজপথ থেকে রাষ্ট্রপতি ভবন অবধি তিন কিলোমিটার রাস্তা পুনর্গঠন করা হবে। পুরনো সংসদ ভবনটিকে সংস্কার করে রূপান্তরিত করা হবে সংগ্রহশালায়।

4 / 5
আগামি বছরের বাদল অধিবেশন নতুন সংসদ ভবনেই করার ইচ্ছে কেন্দ্রের, তাই তড়িঘড়ি শুরু হল কাজ। শুক্রবার নতুন সংসদ ভবনের কাজ শুরু করে টাটা প্রজেক্টস। গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আগামি বছরের বাদল অধিবেশন নতুন সংসদ ভবনেই করার ইচ্ছে কেন্দ্রের, তাই তড়িঘড়ি শুরু হল কাজ। শুক্রবার নতুন সংসদ ভবনের কাজ শুরু করে টাটা প্রজেক্টস। গত বছরের ডিসেম্বর মাসের ১০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

5 / 5
রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইট ইনস্পেকশনের একাধিক ছবি সামনে এসেছে। একেবারে নিজের মতো করে গোটা প্রকল্পের কাজ ঘুরে দেখছেন তিনি। একটি ছবিতে দেখা গিয়েছে, সাইটে কর্মরত কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার নতুন সংসদ ভবন নির্মাণের কাজ ঘুরে দেখলেন নমো।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাইট ইনস্পেকশনের একাধিক ছবি সামনে এসেছে। একেবারে নিজের মতো করে গোটা প্রকল্পের কাজ ঘুরে দেখছেন তিনি। একটি ছবিতে দেখা গিয়েছে, সাইটে কর্মরত কর্মীদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী। এই প্রথমবার নতুন সংসদ ভবন নির্মাণের কাজ ঘুরে দেখলেন নমো।

Next Photo Gallery