Pooja Hegde’s birthday: পূজার ৩১, ‘লেমন থিম’-এ জমে গেল অভিনেত্রীর জন্মদিনের পার্টি

উইকেন্ডেই সেলিব্রেশনে মেতে উঠলে পূজা। বন্ধুরা আয়োজন করলেন সারপ্রাইজ বার্থ ডে পার্টির। দেখুন একগুচ্ছ অদেখা ছবি।

1/5
দিন কয়েক আগেই ৩১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। সেদিন সেলিব্রেশন না হলেও তা তোলা ছিল। অবশেষে উইকেন্ডেই সেলিব্রেশনে মেতে উঠলে পূজা। বন্ধুরা আয়োজন করলেন সারপ্রাইজ বার্থ ডে পার্টির। দেখুন একগুচ্ছ অদেখা ছবি।
দিন কয়েক আগেই ৩১ বছর পূর্ণ করেছেন দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ে। সেদিন সেলিব্রেশন না হলেও তা তোলা ছিল। অবশেষে উইকেন্ডেই সেলিব্রেশনে মেতে উঠলে পূজা। বন্ধুরা আয়োজন করলেন সারপ্রাইজ বার্থ ডে পার্টির। দেখুন একগুচ্ছ অদেখা ছবি।
2/5
জন্মদিন মানেই খাওয়া দাওয়ার বিধিনিষেধ নেই। পূজাও কামড় বসালেন পিৎজায়। সেই ছবি পোস্টও করলেন সামাজিক মাধ্যমে।
জন্মদিন মানেই খাওয়া দাওয়ার বিধিনিষেধ নেই। পূজাও কামড় বসালেন পিৎজায়। সেই ছবি পোস্টও করলেন সামাজিক মাধ্যমে।
3/5
বার্থ ডে থিম হিসেবে ঠিক করা হয়েছিল লেমন, সাদা আর হলুদ রঙে সেজেছিলেন সবাই।
বার্থ ডে থিম হিসেবে ঠিক করা হয়েছিল লেমন, সাদা আর হলুদ রঙে সেজেছিলেন সবাই।
4/5
ছবি দেখেই আন্দাজ করা যায় মজা হয়েছে ভালই
ছবি দেখেই আন্দাজ করা যায় মজা হয়েছে ভালই
5/5
প্রসঙ্গত, প্রভাসের বিপরীতে রাধে শ্যাম ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ জানুয়ারী।
প্রসঙ্গত, প্রভাসের বিপরীতে রাধে শ্যাম ছবির মধ্যে দিয়ে বলিউডে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ জানুয়ারী।

Click on your DTH Provider to Add TV9 Bangla