১০) তুরস্ক বাজেট: ১৮২০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৪১০,৫০০ ট্যাঙ্ক সংখ্যা: ৩,৭৭৮ মোট যুদ্ধ বিমান:১,০২০ মোট সাবমেরিন:১৩ তুরস্কের সেনাবাহিনী পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলির মধ্যে অন্যতম বৃহৎ। তুরস্ক সেনার এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অভাব রয়েছে।
৯) ব্রিটেন বাজেট: ৬০৫০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১৪৬,৯৮০ ট্যাঙ্ক সংখ্যা: ৪০৭ মোট যুদ্ধ বিমান:৯৩৬ মোট সাবমেরিন:১০ ব্রিটিশ সেনাবাহিনী মূলত রানি এলিজাবেথের সশস্ত্র বাহিনী রূপে পরিচিত।
৮) ইতালি বাজেট: ৩৪০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৩২০,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৫৮৬ মোট যুদ্ধ বিমান:৭৬০ মোট সাবমেরিন:৬ ইতালিয় সেনাবাহিনীর ২টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে। এছাড়াও ইতালিয় সেনার আক্রমনাত্মক হেলিকপ্টার সমগ্র বিশ্বে তাঁদের অষ্টম স্থান অধিকার করতে সাহায্য করেছে।
৭) দক্ষিণ কোরিয়া বাজেট: ৬২৩০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৬২৪,৪৬৫ ট্যাঙ্ক সংখ্যা: ২,৩৮১ মোট যুদ্ধ বিমান:১,৪১২ মোট সাবমেরিন:১৩ উত্তর কোরিয়ার আগ্রাসী ধরনের সঙ্গে পাল্লা দিতে দক্ষিণ কোরিয়া নিজের সেনাবাহিনীকে যথেষ্ট মজবুত করেছে। দক্ষিণ কোরিয়া বায়ু সেনা সমগ্র বিশ্বে ষষ্ঠ স্থানে রয়েছে।
৬) ফ্রান্স বাজেট: ৬২৩০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২০২,৭৬১ ট্যাঙ্ক সংখ্যা: ৪২৩ মোট যুদ্ধ বিমান:১,২৬৪ মোট সাবমেরিন:১০ ফ্রান্সের সেনাবাহিনী তূলনামূলকভাবে ছোট কিন্তু প্রশিক্ষণ ও দক্ষতার দিক থেকে এগিয়ে। ফ্রান্সের কাছে অত্য়াধুনিক রাফাল রয়েছে।
৫) ভারত বাজেট: ৫০০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১,৩২৫,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৬,৪৬৪ মোট যুদ্ধ বিমান:১,৯০৫ মোট সাবমেরিন:১৫ সক্রিয় সৈন্য সংখ্যার বিচারে ভারত অন্যতম শক্তিশালী একটি দেশ। ভারত পারমাণবিক শক্তি সম্পন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র ,চিন ও রাশিয়ার পর ভারতের ট্যাঙ্ক সংখ্যা সর্বাধিক।
৪) জাপান বাজেট: ৪১৬০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২৪৭,১৭৩ ট্যাঙ্ক সংখ্যা: ৬৭৪ মোট যুদ্ধ বিমান:১,৬১৩ মোট সাবমেরিন:১৬ জাপানের সেনাবাহিনী তূলনামূলকভাবে ছোট কিন্তু সুসজ্জিত। জাপান সাবমেরিন সংখ্য়ার নিরিখে বিশ্বে চতুর্থ ।
৩)চিন বাজেট: ২১৬০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২,৩৩৩,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৯,১৫০ মোট যুদ্ধ বিমান:২,৮৬০ মোট সাবমেরিন:৬৭ ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরে রয়েছে। যেহেতু চিনের জনসংখ্যা সবথেকে বেশি, তাই চিনের সৈন্য সংখ্যা বিশ্বে সর্বাধিক।
২) রাশিয়া বাজেট: ৮৪৫০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ৭৬৬,০৫৫ ট্যাঙ্ক সংখ্যা: ১৫,৩৯৮ মোট এয়ারক্রাফ্ট:৩,৪২৯ মোট যুদ্ধ বিমান:৫৫ রাশিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের দ্বিতীয় শক্তিশালী সামরিক শক্তি। ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে রাশিয়া বিশ্বে প্রথম।
১)মার্কিন যুক্তরাষ্ট্র বাজেট: ৬০১০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ১,৪০০,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৮,৮৪৮ মোট যুদ্ধ বিমান:১৩,৮৯২ মোট সাবমেরিন:৭২ মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক শক্তির পাশাপাশি ১০ টি ২টি এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের অধিকারী। মার্কিন সেনাবাহিনী পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী।