৩)চিন বাজেট: ২১৬০০ কোটি মার্কিন ডলার সৈন্য সংখ্যা: ২,৩৩৩,০০০ ট্যাঙ্ক সংখ্যা: ৯,১৫০ মোট যুদ্ধ বিমান:২,৮৬০ মোট সাবমেরিন:৬৭ ট্যাঙ্ক সংখ্য়ার নিরিখে চিন, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরে রয়েছে। যেহেতু চিনের জনসংখ্যা সবথেকে বেশি, তাই চিনের সৈন্য সংখ্যা বিশ্বে সর্বাধিক।