TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty
Aug 29, 2021 | 9:11 PM
সাজগোজের মধ্যে চোখে মেকআপ করাই কি আপনার সবচেয়ে পছন্দের। মোটা করে কাজল কিংবা স্মাজ কাজল অথবা নানা রঙের আইশ্যাডোয় সাজিয়ে তোলেন নিজেকে? তাহলে আইমেকআপ তোলার সঠিক পদ্ধতিও কিন্তু আপনার জানা প্রয়োজন। তবে চোখের মেকআপ তোলার সময় কিন্তু অনেকেই বেশ কয়েকটা ভুল কাজ করে ফেলেন। হয়তো তিনি বুঝতেই পারেন না যে ওই পদ্ধতি আসলে ভুল। এর ফলে অজান্তে হয়তো চোখের ক্ষতিও হয়ে যেতে পারে। তাই চোখের মেকআপ তোলার সময় যেসব ভুল একেবারেই করা চলবে না, সেই তালিকাটা দেখে নিন।
আই মেকআপ তোলার আগে পরিষ্কার ঠাণ্ডা জল দিয়ে আগে চোখ ধুয়ে নিন। কারণ শুকনো অবস্থায় চোখে লাগানো মেকআপ তুলতে গেলে আপনার চোখের চারপাশের ত্বকের বারোটা বেজে যাবে। এক্ষেত্রে জলের পরিবর্তে ক্রিম বা লোশনও ব্যবহার করতে পারেন।
চোখের মেকআপ তোলার সময় কখনই গায়ের জোরে ঘষে রগড়ে কাজল, লাইনার, আইশ্যাডো মোছার চেষ্টা করবেন না। এতে মেকআপ স্মাজ হয়ে আরও সমস্যা বাড়বে।
চোখের মেকআপ তোলার সময় কখনই উপর-নীচে মুছবেন না। বরং চোখের সামনে থেকে পিছনের দিক পর্যন্ত টেনে আনুন। মেকআপ তোলার জন্য কটন বল বা কটন প্যাড ব্যবহার করতে পারেন।
কটন প্যাডের এক দিক দিয়ে মেকআপ মোছার পর পরের দিন আবার উল্টো দিক দিয়ে মেকআপ তুলতে যাবেন না কিন্তু। এর থেকে চোখে ইনফেকশন হতে পারে।
চোখের মেকআপ পুরোপুরি তোলা হয়ে গেলে অবশ্যই আবার পরিষ্কার জল কিংবা চোখের জন্য বিশেষ ক্লেনজার দিয়ে চোখের চারপাশ পরিষ্কার করে নিতে হবে।
চোখের মেকআপ তোলার জন্য আই স্পেশ্যাল ক্লেনজারই ব্যবহার করা প্রয়োজন। এছাড়া। চোখের পাশাপাশি একবার ভ্রূপল্লবও পরিষ্কার করে নেবেন। কারণ অনেকেই কাজল পেনসিল বা শ্যাডো দিয়ে ভ্রূ পল্লব আঁকেন। তাই ভ্রূ পল্লবও পরিষ্কার হওয়া প্রয়োজন।