জন্মষ্টমীর শুভ দিনে কীভাবে নিজের স্টাইল করবেন ভাবছেন? সেলেব্রেটিদের থেকে নিতে পারেন অনুপ্রেরণা। এখানে আপনার প্রিয় কিছু টিভি স্টারের স্টাইল দেওয়া হল, যেখান থেকে আপনি খুঁজে পেতে পারেন আপনার জন্মষ্টমীর সাজ।
বলিউডের অতিপরিচিত ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা কালো কুর্তাতে রয়েছে সিদ্ধার্থ শুক্লা।
'কুণ্ডলী ভাগ্য'র নায়ক ধীরাজ ধোপার যে কোনও সাজে হ্যান্ডসম লাগে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। এখানে তিনি পরেছেন একটি গোলাপি রঙের শর্ট কুর্তা।
'ইয়ে রিসতা ক্যায়া কেহ লাতা হ্যায়'এর নায়ক মসিন খানের ক্যাসুয়াল কুর্তা ও পায়জামার লুক থেকেও আপনি নিজের স্টাইল তৈরি করতে পারেন।
সবচেয়ে স্টাইলিশ টিভি অভিনেতাদের মধ্যে গণ্য করা হয় তাঁর নাম। পার্থ সামথান যিনি হলুদ জ্যাকেট কুর্তি ও সাদা পায়জামাতে বাজিমাত করেছেন।
'ইশকবাজ'এর অভিনেতা নকুল মেহতাও ক্যাসুয়াল কুর্তা ও পায়জামায় বজায় রেখেছেন নিজের স্টাইল।
টিভি পর্দার অন্যতম পরিচিত মুখ শাহির শেখ। যিনি এই সাদা কুর্তা পায়জামাতেও হ্যান্ডসম লাগছেন।