Bengali Serial Trolling: নায়ক জুতো রাখে ফ্রিজের ভিতরে; ‘নীল ফুলের মধু’ নিয়ে তুমুল ট্রোল…

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 21, 2022 | 2:38 PM

Neem Phuler Madhu: শুরু হয়েছে বাংলা সিরিয়াল 'নিম ফুলের মধু'। এই সিরিয়ালের হাত ধরেই ফিরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা ('কে আপন কে পর'-এর জবা)। তিনিই নায়িকা। নায়কের চরিত্রে রুবেল দাস।

1 / 6
শুরু হয়েছে বাংলা সিরিয়াল 'নিম ফুলের মধু'। এই সিরিয়ালের হাত ধরেই ফিরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা ('কে আপন কে পর'-এর জবা)। তিনিই নায়িকা। নায়কের চরিত্রে রুবেল দাস।

শুরু হয়েছে বাংলা সিরিয়াল 'নিম ফুলের মধু'। এই সিরিয়ালের হাত ধরেই ফিরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা ('কে আপন কে পর'-এর জবা)। তিনিই নায়িকা। নায়কের চরিত্রে রুবেল দাস।

2 / 6
রুবেল-পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী এবং অরিজিতা মুখোপাধ্য়ায়।

রুবেল-পল্লবী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী এবং অরিজিতা মুখোপাধ্য়ায়।

3 / 6
সিরিয়াল শুরুর পর দর্শকের যেমন তা ভাল লাগছে দেখতে, তেমনই ট্রোলিংও হচ্ছে। এই ছবিতে দেখুন। নায়ক রুমেল ফ্রিজ থেকে জুতো বের করছেন।

সিরিয়াল শুরুর পর দর্শকের যেমন তা ভাল লাগছে দেখতে, তেমনই ট্রোলিংও হচ্ছে। এই ছবিতে দেখুন। নায়ক রুমেল ফ্রিজ থেকে জুতো বের করছেন।

4 / 6
এই সিনটি নিয়ে তুমুল হাসাহাসি হয়েছে নেট দুনিয়ায়। নায়কের জুতো থাকে ফ্রিজে। এমন দৃশ্য মধ্য়বিত্ত পরিবারে খুব একটা চোখে দেখা যায় না।

এই সিনটি নিয়ে তুমুল হাসাহাসি হয়েছে নেট দুনিয়ায়। নায়কের জুতো থাকে ফ্রিজে। এমন দৃশ্য মধ্য়বিত্ত পরিবারে খুব একটা চোখে দেখা যায় না।

5 / 6
দৃশ্য়টি আলাদা করে আপলোড করে প্রশ্ন ছোড়া হয়েছে - 'এ কেমন বিষয়। ফ্রিজে জুতো!'

দৃশ্য়টি আলাদা করে আপলোড করে প্রশ্ন ছোড়া হয়েছে - 'এ কেমন বিষয়। ফ্রিজে জুতো!'

6 / 6
'নিম ফুলের মধু' এক মধ্যবিত্ত পরিবারের গল্প। দত্ত পরিবারকে কেন্দ্র করেই গল্প এগোবে। যে গল্পে রয়েছে এক সদ্য বিবাহিতার গৃহপ্রবেশ। রয়েছে মায়ের আঁচল ধরা এক ছেলে। সেই সংসারে নববধূর কি দশা হয় তাই নিয়েই গল্প।

'নিম ফুলের মধু' এক মধ্যবিত্ত পরিবারের গল্প। দত্ত পরিবারকে কেন্দ্র করেই গল্প এগোবে। যে গল্পে রয়েছে এক সদ্য বিবাহিতার গৃহপ্রবেশ। রয়েছে মায়ের আঁচল ধরা এক ছেলে। সেই সংসারে নববধূর কি দশা হয় তাই নিয়েই গল্প।

Next Photo Gallery