Purulia Tourism: মুরগুমা সুইসাইড পয়েন্ট — না দেখলেই নয়

Purulia Tourism: পাহাড় চূড়ায় মেঘের লুকোচুরি, কোথায় জল রঙের মতো গড়িয়ে পড়া বৃষ্টি আর চোখ জুড়িয়ে যাওয়া সবুজ - প্রকৃতির এই রূপ 'রুক্ষ্ম' পুরুলিয়ায় বিরল শুধু নয়, অতিবিরল।

| Edited By: | Updated on: Oct 09, 2021 | 5:33 PM
— যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছুর অস্তিত্ব থেকে থাকে, তাহলে সেটা এখানেই আছে। স্বর্গ এটাই।  

পুরুলিয়া স্টেশন থেকে ৫০ কিলোমিটারের পথ। সমতল থেকে পাহাড়ি চড়াইয়ে পাথর কাটা রাস্তা। সবুজের বুক চিরে, উপরে আরও উপরে উঠছে পিচ গলা হাইওয়ে। পড়ন্ত বিকেলে আকাশে রঙের আঁকিবুকি। নীল ক্যানভাসে বালুকারাশির মতো ছড়িয়ে ছিটিয়ে লাল, গেরুয়া, কমলা, হলুদ, সাদা। সীমান্ত রেখায় শুধু সবুজ গাঢ় থেকে যেন আরও সবুজ। বিদ্যুৎ স্ফুলিঙ্গে জানান দিচ্ছে কাচের চেয়েও স্বচ্ছ জলাধার। অযোধ্যায় নিশ্চুপে প্রকৃতিকে নিয়ে যেন শীতঘুমে মুরগুমা। সকালে এক রকম, সন্ধ্যায় আরেক রকম। এখানে প্রকৃতি বহুরূপী। রূপ বদলায় ক্ষণে ক্ষণে। শাল, সেগুন ও মহুলের ঘন জঙ্গলে অবিশ্বাস্য আবিষ্কার — সুইসাইড পয়েন্ট।

— যদি পৃথিবীতে স্বর্গ বলে কিছুর অস্তিত্ব থেকে থাকে, তাহলে সেটা এখানেই আছে। স্বর্গ এটাই। পুরুলিয়া স্টেশন থেকে ৫০ কিলোমিটারের পথ। সমতল থেকে পাহাড়ি চড়াইয়ে পাথর কাটা রাস্তা। সবুজের বুক চিরে, উপরে আরও উপরে উঠছে পিচ গলা হাইওয়ে। পড়ন্ত বিকেলে আকাশে রঙের আঁকিবুকি। নীল ক্যানভাসে বালুকারাশির মতো ছড়িয়ে ছিটিয়ে লাল, গেরুয়া, কমলা, হলুদ, সাদা। সীমান্ত রেখায় শুধু সবুজ গাঢ় থেকে যেন আরও সবুজ। বিদ্যুৎ স্ফুলিঙ্গে জানান দিচ্ছে কাচের চেয়েও স্বচ্ছ জলাধার। অযোধ্যায় নিশ্চুপে প্রকৃতিকে নিয়ে যেন শীতঘুমে মুরগুমা। সকালে এক রকম, সন্ধ্যায় আরেক রকম। এখানে প্রকৃতি বহুরূপী। রূপ বদলায় ক্ষণে ক্ষণে। শাল, সেগুন ও মহুলের ঘন জঙ্গলে অবিশ্বাস্য আবিষ্কার — সুইসাইড পয়েন্ট।

1 / 9
অবস্থান: ঝালদা ব্লকের বেগুন কোদর গ্রাম পঞ্চায়েতের (২) মধ্যেই পড়ে মুরগুমা। পুরুলিয়া শহর থেকে দূরত্ব ৫৫ কিলোমিটার।

অবস্থান: ঝালদা ব্লকের বেগুন কোদর গ্রাম পঞ্চায়েতের (২) মধ্যেই পড়ে মুরগুমা। পুরুলিয়া শহর থেকে দূরত্ব ৫৫ কিলোমিটার।

2 / 9
কীভাবে আসবেন? সব থেকে সহজ রাস্তা - হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে পুরুলিয়া স্টেশন। সেখান থেকে টোটোতে বাস স্ট্যান্ড। বাসে বসে বেগুন কোদর। সেখান থেকে ব্রেক জার্নি করে মুরগুমা। অথবা চার চাকায় স্টেশন থেকে সোজা গন্তব্যে।

কীভাবে আসবেন? সব থেকে সহজ রাস্তা - হাওড়া থেকে চক্রধরপুর এক্সপ্রেসে পুরুলিয়া স্টেশন। সেখান থেকে টোটোতে বাস স্ট্যান্ড। বাসে বসে বেগুন কোদর। সেখান থেকে ব্রেক জার্নি করে মুরগুমা। অথবা চার চাকায় স্টেশন থেকে সোজা গন্তব্যে।

3 / 9
কী দেখবেন? মূলত মুরগুমা ড্যাম। তারপর অবশ্যই মুরগুমার গ্রাম। বিশেষত্ব, উৎসবের মরশুমে মাটির দেওয়ালের গায়ে আদিবাসীদের নিজে হাতে আঁকা প্রাচীন শিল্প, কারুকার্য।

কী দেখবেন? মূলত মুরগুমা ড্যাম। তারপর অবশ্যই মুরগুমার গ্রাম। বিশেষত্ব, উৎসবের মরশুমে মাটির দেওয়ালের গায়ে আদিবাসীদের নিজে হাতে আঁকা প্রাচীন শিল্প, কারুকার্য।

4 / 9
কোথায় থাকবেন? মুরগুমায় হাতেগোনা রিসর্টগুলোর মধ্যে বন পলাশী নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের দাবিদার।

কোথায় থাকবেন? মুরগুমায় হাতেগোনা রিসর্টগুলোর মধ্যে বন পলাশী নিঃসন্দেহে শ্রেষ্ঠত্বের দাবিদার।

5 / 9
ড্যাম থেকে সুইসাইড পয়েন্টের দূরত্ব খুব বেশি হলে দেড় দুই কিলোমিটার। চাইলে হেঁটেও যাওয়া যায়।

ড্যাম থেকে সুইসাইড পয়েন্টের দূরত্ব খুব বেশি হলে দেড় দুই কিলোমিটার। চাইলে হেঁটেও যাওয়া যায়।

6 / 9
কেন নাম সুইসাইড পয়েন্ট? একা দাঁড়িয়ে থাকা শাল, সেগুন আর মহুলের পাহাড়ে হঠাৎ অতলে তলিয়ে যাওয়া খাদ। তিন দিকে জলাধার, আর মাঝে মাঝে দ্বীপের মতো সবুজের অবাধ চরাচর।

কেন নাম সুইসাইড পয়েন্ট? একা দাঁড়িয়ে থাকা শাল, সেগুন আর মহুলের পাহাড়ে হঠাৎ অতলে তলিয়ে যাওয়া খাদ। তিন দিকে জলাধার, আর মাঝে মাঝে দ্বীপের মতো সবুজের অবাধ চরাচর।

7 / 9
হাওয়ার গতিবেগ এখানে তীব্র। মেঘ ভাঙা বৃষ্টি তো আছেই সঙ্গে বিপদ হড়কা বানেও। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। নামকরণের সঙ্গে আত্মহত্যার কোনও যোগ নেই।

হাওয়ার গতিবেগ এখানে তীব্র। মেঘ ভাঙা বৃষ্টি তো আছেই সঙ্গে বিপদ হড়কা বানেও। যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা। তাই নাম দেওয়া হয়েছে সুইসাইড পয়েন্ট। নামকরণের সঙ্গে আত্মহত্যার কোনও যোগ নেই।

8 / 9
পাহাড় চূড়ায় মেঘের লুকোচুরি, কোথায় জল রঙের মতো গড়িয়ে পড়া বৃষ্টি আর চোখ জুড়িয়ে যাওয়া সবুজ - প্রকৃতির এই রূপ 'রুক্ষ্ম' পুরুলিয়ায় বিরল শুধু নয়, অতিবিরল। ছবি শিকারি ও প্রকৃতি প্রেমীদের জন্য মুরগুমা সুইসাইড পয়েন্ট এক কথায় 'সুখপাখি'।

পাহাড় চূড়ায় মেঘের লুকোচুরি, কোথায় জল রঙের মতো গড়িয়ে পড়া বৃষ্টি আর চোখ জুড়িয়ে যাওয়া সবুজ - প্রকৃতির এই রূপ 'রুক্ষ্ম' পুরুলিয়ায় বিরল শুধু নয়, অতিবিরল। ছবি শিকারি ও প্রকৃতি প্রেমীদের জন্য মুরগুমা সুইসাইড পয়েন্ট এক কথায় 'সুখপাখি'।

9 / 9
Follow Us: