Rafael Nadal: কোর্টে কামব্যাক হচ্ছে তাড়াতাড়ি, ইঙ্গিত রাফায়েল নাদালের
TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী
Aug 11, 2022 | 3:18 PM
চলতি বছরে হওয়া উইম্বলডনের পর থেকে আর কোর্টে নামেননি ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল। তলপেটের ব্যথার কারণে, উইম্বলডনের সেমিফাইনাল থেকেও সরে দাঁড়িয়েছিলেন রাফা। তবে এ বার কোর্টে কামব্যাকের পালা। নিজের ইন্সটাগ্রামে এমনই ইঙ্গিত দিলেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা।
1 / 5
চলতি বছরে হওয়া উইম্বলডনের পর থেকে আর কোর্টে নামেননি ২২টি গ্র্যান্ড স্লামের মালিক রাফায়েল নাদাল (Rafael Nadal)। তলপেটের ব্যথার কারণে, উইম্বলডনের সেমিফাইনাল থেকেও সরে দাঁড়িয়েছিলেন রাফা। তবে এ বার কোর্টে কামব্যাকের পালা। নিজের ইন্সটাগ্রামে এমনই ইঙ্গিত দিলেন বিশ্বের তিন নম্বর টেনিস তারকা। (ছবি-রাফায়েল নাদাল টুইটার)
2 / 5
গত মাসের শেষের দিকে উইম্বলডন চলাকালীন তলপেটে ব্যথার কারণে উইম্বলডনের সেমিফাইনাল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রাফায়েল নাদাল। তার পর আর কোনও টুর্নামেন্টে নামা হয়নি রাফার। (ছবি-রাফায়েল নাদাল ইন্সটাগ্রাম)
3 / 5
তবে এ বার রাফার কোর্টে ফেরার পালা। ১৩ অগস্ট থেকে শুরু হচ্ছে সিনসিনাটি ওপেন (Cincinnati Masters)। সেখানেই নামতে চলেছেন নাদাল। (ছবি-রাফায়েল নাদাল টুইটার)
4 / 5
এই ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে ও পোস্টে দিয়ে রাফায়েল নাদাল লিখেছেন, "আগামীকাল সিনসিনাটিতে উড়ে যাব। সিনসিতে খেলতে পারব বলে ভীষণ খুশি।"(ছবি-রাফায়েল নাদাল ইন্সটাগ্রাম)
5 / 5
বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল এই নিয়ে ৩৬টি মাস্টার্স ১০০০ খেতাব জিতেছেন। এই নিয়ে ১৩তম বার সিনসিনাটি ওপেনে অংশ নিতে চলেছেন রাফা। উল্লেখ্য, ২০১৭ সালের পর থেকে এই প্রতিযোগিতায় নামেননি তিনি। (ছবি-রাফায়েল নাদাল টুইটার)