Eden Gardens: ঝড়ে লণ্ডভণ্ড ইডেন
শনি বিকেলে হঠাৎ কালবৈশাখীতে লণ্ডভণ্ড ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ইডেনের পিচ কভার উড়ে যায়। আউটফিল্ডে জল জমে যায়। শুধু তাই নয়, ঝড়ের দাপটে ইডেনের প্রেস বক্সের কাঁচ ভেঙে যায়। এরই মধ্যে বৃষ্টি মাথায় নিয়ে ইডেন ঘুরে যান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।