TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jul 02, 2022 | 2:57 PM
রাজ কাপুর ও নার্গিসের প্রেমকাহিনি বলিউডের অন্দরমহলে চাপা থাকেনি। দিনের পর দিন এই জুটি পর্দায় ঝড় তুলেছেন। দিয়েছেন একের পর এক হিট ছবি। রাজ কাপুরের অভিনয় কেরিয়ার শুরু হয় মাত্র ১০ বছর বয়সে (১৯৩৫)।
কেরিয়ারে একাধিক মহিলার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। রাজ কাপুর একবার জানিয়েছিলেন, তাঁর স্ত্রী তাঁর সন্তানের মা, তবে তাঁর সিনেমার মা হলেন নার্গিস। রাজ কাপুর যখন নার্গিসের সঙ্গে দেখা করেছিলেন, তখন নার্গিস একজন জনপ্রিয় অভিনেত্রী।
১৯৪৫ সালে মুক্তি পেয়েছিল নার্গিসের আটটি ছবি। তখন রাজ কাপুরের বয়স তখন ২২। এরপর তাঁদের জুটি তৈরি হয় ১৯৪৮ সালে, ছবির নাম আগ। শুটিং সেটেই কাছাকাছি আসা। পরকীয়া হলেও নার্গিস মনে প্রাণে ভালবাসতেন রাজ কাপুরকে।
কেবল মন প্রাণই নয়, পাশাপাশি নিজের সঞ্চয়ের অর্থও তুলে দিতেন রাজ কাপুরের হাতে ছবি করার জন্য। তবে ৯ বছরের মাথায় ঘটে ছন্দপতন। তাঁর মনে হতে শুরু হয়, রাজ কাপুর আর গুরুত্ব দিচ্ছেন না তাঁর প্রতি। ফলে তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান।
এরপরই বিয়ের পিঁড়িতে বসেছিলেন নার্গিস। তবে সুনীল দত্তকে ভালবেসেই এই বিয়ে করা। রাজ কাপুর সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন এই বিয়ের খবরে। তাঁর স্ত্রী কৃষ্ণা কাপুর জানিয়েছিলেন রাতের পর রাত কাঁদতেন রাজ কাপুর, ঘুমতে পারতেন না। মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন, বাথটবে বেহুঁস হয়ে পড়ে থাকতেন।