গত বছর মাদক যোগে গ্রেফতার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। এ বছর পর্ন কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা। বাইকুল্লা জেলে প্রায় এক মাস কাটিয়েছিলেন রিয়া। সোমবার রাতে গ্রেফতারির পর আপাতত রাজের নতুন ঠিকানাও সেই বাইকুল্লাই।
বৃহস্পতিবার সকালে থানার সামনে দেখা মিলল রাজের। মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। ফেরার পথে পাপারাৎজির ক্যামেরায় বন্দি হলেন রাজ।
পরেছিলেন কালো রঙের পোশাক। মুখ ছিল মাস্কে ঢাকা। রাজের সঙ্গে দেখা মিলল তাঁর বিজনেস পার্টনার রায়ানেরও। পাপারাৎজিকে এড়িয়েই গিয়েছিলেন ওঁরা।
পর্ন কাণ্ডে সোমবার গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা। আগামী ২৩ অগস্ট পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট। যদিও রাজ ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন করেছেন আদালতে।
রাজ গ্রেফতার হতেই তাঁর বিরুদ্ধে একের পর এক মুখ খুলতে শুরু করেছেন বলি পাড়ার অ্যাডাল্ট তারকারা। রাজের বিরুদ্ধে রয়েছে একগুচ্ছ অভিযোগ। পর্ন ভারতে নিষিদ্ধ। কিন্তু সেই পর্নকে ঘিরেই রাজের রমরমিয়ে চলা ব্যবসার গোপন তথ্য ফাঁস হতেই শুরু হয়েছে বিস্তর কাঁটাছেঁড়া।
ট্রোলিং থেকেই রেহাই পাননি শিল্পাও। তাঁকে নিয়েও চলছে বিস্তর আলোচনা।
প্রশ্ন উঠছে স্ত্রী শিল্পা শেট্টিকে নিয়েও। স্বামীর এই কীর্তি সম্পর্কে কতটা ওয়াকিবহাল ছিলেন তিনি, শিল্পা চুপ, রাজ চুপ কিন্তু বিতর্ক যেন থামছেই না।