Ayodhya Ram Mandir: পুণ্য-স্নান করলেন রামলালা, ছবিতে দেখুন প্রাণ প্রতিষ্ঠার আচার

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 22, 2024 | 8:52 AM

Ayodhya Ram Mandir: রাম জন্মভূমি ট্রাস্টের তরফে ভাগ করে নেওয়া হয়েছে সেই প্রাণ প্রতিষ্ঠার আচারের ছবি। দেখা গিয়েছে, রাম লালার মূর্তিতে সাদা ফুল ও তুলসীর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

1 / 11
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই খুলতে চলেছে রাম মন্দিরের দরজা। সকাল থেকেই শুরু হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আচার।

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই খুলতে চলেছে রাম মন্দিরের দরজা। সকাল থেকেই শুরু হয়েছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আচার।

2 / 11
রাম জন্মভূমি ট্রাস্টের তরফে ভাগ করে নেওয়া হয়েছে সেই প্রাণ প্রতিষ্ঠার আচারের ছবি। দেখা গিয়েছে, রাম লালার মূর্তিতে সাদা ফুল ও তুলসীর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

রাম জন্মভূমি ট্রাস্টের তরফে ভাগ করে নেওয়া হয়েছে সেই প্রাণ প্রতিষ্ঠার আচারের ছবি। দেখা গিয়েছে, রাম লালার মূর্তিতে সাদা ফুল ও তুলসীর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।

3 / 11
কলসের জল দিয়ে শোধন করা হয়েছে মূর্তি ও মন্দির চত্বর।

কলসের জল দিয়ে শোধন করা হয়েছে মূর্তি ও মন্দির চত্বর।

4 / 11
কলসের জল দিয়ে শোধন করা হয়েছে মূর্তি ও মন্দির চত্বর।

কলসের জল দিয়ে শোধন করা হয়েছে মূর্তি ও মন্দির চত্বর।

5 / 11
এরপর শুরু হয় যজ্ঞ-পূজন। উপস্থিত ছিলেন রাম মন্দিরের পুজারীরা।

এরপর শুরু হয় যজ্ঞ-পূজন। উপস্থিত ছিলেন রাম মন্দিরের পুজারীরা।

6 / 11
আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দিরকে। গতকাল রাতেই ধরা পড়ে সেই ছবি। সোনালি আলোয় উজ্জ্বল আলোকিত হয়েছিল রাম মন্দির।

আলোর সাজে সাজিয়ে তোলা হয়েছে রাম মন্দিরকে। গতকাল রাতেই ধরা পড়ে সেই ছবি। সোনালি আলোয় উজ্জ্বল আলোকিত হয়েছিল রাম মন্দির।

7 / 11
প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে ফুলের সাজে সাজানো হয়েছে রাম মন্দিরকে।

প্রাণ প্রতিষ্ঠার জন্য বিশেষভাবে ফুলের সাজে সাজানো হয়েছে রাম মন্দিরকে।

8 / 11
ফুল দিয়ে বানানো হয়েছে রামের তীর-ধনুক।

ফুল দিয়ে বানানো হয়েছে রামের তীর-ধনুক।

9 / 11
আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১১ হাজার অতিথি।

আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ১১ হাজার অতিথি।

10 / 11
ভক্তদের জন্য আগামী ২৪ জানুয়ারি থেকে খুলে যাবে রাম মন্দিরের দরজা।

ভক্তদের জন্য আগামী ২৪ জানুয়ারি থেকে খুলে যাবে রাম মন্দিরের দরজা।

11 / 11
তবে রাম মন্দিরের উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য লাখো লাখো পুণ্য়ার্থীরা ভিড় জমিয়েছেন অযোধ্যায়।

তবে রাম মন্দিরের উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য লাখো লাখো পুণ্য়ার্থীরা ভিড় জমিয়েছেন অযোধ্যায়।

Next Photo Gallery