TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 03, 2022 | 10:34 AM
ক্যাটরিনা কইফ নিজেকে ফিট রাখার জন্য বাড়িতেই সাইকেল চালিয়ে থাকে, শুটিং সেটেও বহুবার তাঁকে সাইকেল চালাতে দেখা যায়।
প্রথমটায় একা একা থাকতে পছন্দ করতেন রণবীর। তেমন কোনও বন্ধুও তৈরি করতেন না তিনি। তবে একটা সময় বাবা ঋষি কাপুরের মন রাখতেই ভেবেছিলেন একটা ছবি করা যাক, তাই করেছিলেন। আর এভাবেই শুরু রণবীরের অভিনয় সফর।
কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কড়া নজরে তিনি পরিচালকের দিকে তাকিয়ে বাড়ি চলে যান। এরপর সেদিন রাতেই অনুরাগ কাশ্যপ একটি ফোন পান। তাঁকে জানান হয়, পরের দিনই দেখা করতে। অনুরাগ কাশ্যপ পৌঁছে যান সেখানে। এরপর তাঁকে জানানো হয় তিনি সেই ছবি থেকে বাদ।
এই প্রশ্ন নিয়ে সমালোচনার ঝড় উঠলেও, বদলে যে উত্তর দিয়েছিলেন সইফ তা আরও ভয়ানক। পাশেই বসে রয়েছে মেয়ে। এক কথায় যেন ভুলেই গেলেন সইফ।
আয়ুষ্মান খুরানা, নিজের শরীরের প্রতি ঠিক কতটা যত্নশীল তিনি, তা সকল ভক্তেরই জানা। জিমের পাশাপাশি নিত্য সাইকেলিং করে থাকেন তিনি।
একমাত্র রানি মুখোপাধ্যায়ের সঙ্গে ছাড়া প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন তিনি। তাই ভবিষ্যতে যদি সুযোগ আসে নিঃসন্দেহে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করবেন।